আমাদের কথা খুঁজে নিন

   

জ্বিনেরাও এখন সন্ত্রাসী, মাস্তানী ও দখলবাজি শুরু করেছে। সুতরাং সাধু সাবধান!!!



কয়েক লাখ টাকা ব্যয়ে স্বপ্নের বাড়ি নির্মাণের মাত্র দুই মাসের মাথায় জ্বিনের নির্দেশে বোলডোজার এবং ভেকু মেশিন দিয়ে সেই বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছেন মালিক। গত ২৪-০৪-২০১১ইং তারিখ থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খিরনশাল গ্রামে চলছে বাড়ি ভাঙ্গার এ কাজ। শনিবার সকাল থেকে বাড়িটি ভাঙ্গার কাজ শুরু হয়। গত সোমবার বিকাল পর্যন্ত এ কাজ অব্যাহত ছিল। জানা যায় উক্ত গ্রামের আব্দুল বারিকের ছেলে ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবুল তার ঘরের পাশের ২ শতক পরিত্যক্ত ডোবা জমি ৪ লাখ টাকায় কিনেন এবং ভরাট করে সেখানে একতলা পাকাভবন নির্মাণ করেন।

আব্দুল বারিকের দাবি, কাজ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে তাকে ও তার স্ত্রী জোসনা বেগমকে ওই স্থানে ভবন নির্মাণ না করতে স্বপ্নের মাধ্যমে জ্বিনরা বারবার বাধা দেয়। জ্বিনের নিষেধাজ্ঞা অমান্য করে ১০ লাখ টাকা ব্যয়ে একতলা ভবনের নির্মাণ কাজ শেষ করেন তিনি দুই মাস আগে। গত কয়েক দিন আগে বাবুলের ছোটভাই মহসিন ওই ঘরে ঘুমাতে গেলে রাতে তাকে জ্বিনরা মারধর করে। পরবর্তীতে বিভিন্ন আলেম ওলামা ও কবিরাজের মাধ্যমে ঝাঁড়-ফুক ও তাবিজ-কবজ করেও জ্বিনদের নির্যাতন থেকে রেহাই পাননি। সম্প্রতি জ্বিনরা বাবুলের মেয়ে প্রিয়া ও সামি, ছোট ভাই মহসিন, ফুফু রেজিয়া বেগমসহ ৭ জনকে মারধর করে।

এ ঘটনায় আলেম ও কবিরাজ ডাকায় জ্বিনরা ক্ষেপে গিয়ে ২১ দিনের মধ্যে ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। আর না ভাংলে চরম ক্ষতি হবে হুমকি দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।