আমাদের কথা খুঁজে নিন

   

পতিতালয় চালানোর দায়ে আমেরিকার পর এবার বাহরাইনে ধৃত হলো ভারতীয় নাগরিক।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

মাত্র ৯দিন আগেই আমেরিকায় পতিতালয় চালানোর দায়ে গ্রেফ্তার করা হলো ভারতীয় 'বাপ-বেটা'কে এক সংগে। বিস্তারিত যারা না পড়েছেন, তারা Click This Link বাহরাইনের ঘটনা হলোঃ বাহরাইনে অনেকদিন ধরে পতিতা বৃত্তির দায়ে দুই ভারতীয়কে তিন বছরের জেলে নেয়া হয়েছে। আরো ১৯জন নারী এবং পুরুষের বিচার প্রক্রিয়াধিন রয়েছে। কোর্টে এদের শুনানির পর সকলকে দেশে পাঠিয়ে দেয়া হবে। গোয়েন্দা সূত্রে বলা হয়েছে, পতিতা বৃত্তির জন্য তারা সবাই একটি বিল্ডিং ব্যাবহার করত। পুলিশ এবং সিআইডি খুব গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে। ফলে উক্ত বিল্ডিং এর আশেপাশে বসবাসকারি বিদেশীরা সবাই উৎকন্ঠায় আছে। বাংলাদেশীদের রক্ষ করো প্রভু.........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।