পতিতালয়, আমি এবং আমরা আজম মাহমুদ এটাকে বলতে পারো দুঃখনিবাস সুখ কেবল সেই বাইরেরটুকুই যা কিছু সৌন্দয কেবল বাইরে এবং বাইরের জন্যই। এভাবে প্রতিদিন দরজা খুলে খদ্দেরের অপেক্ষায় যখন সময় কাটে কাউকে কাউকে দেখি আমার চেয়ে ঢেরবেশি কুৎসিত, তার স্বামীর বাঁ হাতটা ধরে কেমন সুখে কট্ কট্ করে হেঁটে যায় আমারই আগুনজ্বলা দু’চোখের সামনে দিয়ে। আমি তখন কারো অনুরোধ রাখতে কিংবা বলতে পারো দু’চোখের আগুন নেভাতে বেনসনে টান দিই পরমসুখে। দিন শেষে রাত আসে- রাত শেষে দিন আমি এবং আমরা ঠিক দাঁড়িয়ে থাকি এখানে কিংবা সমগ্র পৃথিবীর পতিতালয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।