আমার ব্লগ ছবি ব্লগ, হাতের লেখা খারাপ ভাই
কাজের ফাকে একটু সময় নিয়ে ঘুরে এলাম পাশের দেশ ডোমিনিকান রিপাবলিক।পাচ দিনের ট্যুর এ রাজধানী সানতো ডোমিংগো ছাড়া গিয়েছিলাম ক্যারিবিয়ান দ্বীপ সাওনায়।
বালুময় সৈকত, সবুজ নারকেল গাছের সারি, আর সাগরের নীল জলরাশিতে ঘেরা মোহময় মুগ্ধতার দ্বীপ সাওনা।
দ্বীপটি আবস্কিার করেন ক্রিস্টোফার কলম্বাস ১৪৯৪ সনে। তার বন্ধু সাভনার নামে নামকরন করা হয় দ্বীপটির।১১০ বর্গ কিমি আয়তনের দ্বীপটি ডোমনিকান এর সবচেয়ে বড় উপকূলবর্তী দ্বীপ।
দ্বীপটি সিনেমা পরিচালকদের কাছ বিশেষ জনপ্রিয়তা পেয়েছে, বিভিন্ন সিনেমায় দ্বীপটিকে ব্যবহার করা হয়েছে মরুদ্যান হিসেবে।
আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম
(দ্বীপের দিকে ক্যাটামারান যাচ্ছে)
(দূর থেকে দ্বীপ দেখা যাচ্ছে)
(সবুজ দ্বীপের হাতছানি)
(এই তো এসে গেছি)
(পর্যটকদের ভীড় লেগেই খাকে)
(সখা সখী)
(দ্বীপের প্যানোরোমিক ভিউ)
(বাই বাই সাওনা, অনেক দিন মনে থাকবে তোমায়)
ছবি-SONY DSC H55 camera
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।