আমাদের কথা খুঁজে নিন

   

roadies এবং ছাগলের তিন নম্বর বাচ্চা



আকাশ সংস্কৃতির কল্যানে নতুন নতুন reality বা বাস্তবধর্মী সো দেখি তার মধ্যে mtv নামক এক রূপালী পর্দায় দেখলাম রোডিস নামক এক আজীব সো ।আজীব সো এজন্য যে এ সো 'র মধ্যে তিনটা জানোয়ার বসে থাকে মানুষ ওদের কাছে যায় জানোয়ার হতে!!!!! জানোয়ার বললাম কি জন্য যারা দেখছেন তারা মনে হয় জানেন তবে কিছু লোক আছেন বলবেন তারা উন্নত তাদের চিন্তা ধারা ও উন্নত!ভাই আপনি আপনার জানোয়ারদের উন্নত চিন্তা নিয়ে থাকেন কিন্তু আমার চিন্তা হয় ওই সব ভাবু জানোয়ারদের নিয়ে যারা জাইন্যা শুইন্যা জানোয়ার হতে চায়!আমাদের সব কিছু সন্মন্ধে নিজস্ব মাতামত আছে। কারো সাথে আমার মতামত না মিলতেই পারে তাই বলে আমি আপমানিত হতে যাব?????????? আর তারা আমাদের যা শিক্ষাচ্ছে তা বাদ ই দিলাম!!!!!! আমাদের দেশেও বাস্তবধর্মী সো হয়েছে ওই জানোয়ার সো দেখে! এর ফল ও আমরা পাইছি সেদিন সামু'র একটি পোস্ট দেখে!!! ওই এন এস ইউ'র কুলাঙ্গাদের কর্মকান্ড !!!!!!! তবে চ্যানের আই এর ফিরে চল মাটির টানে দেখে সত্যই মুগ্ধ!!!! এ থেকে আনতত আমাদের জন্য যারা এত কস্ট করে তাদের জীবন সন্মন্ধে আমরা কিছু হলেও জানতে পারি!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।