আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের রোগ মৃত্যুতেও অশেষ


সময়ের ডান বুকে আমরা সবাই একটা অনিরাময়যোগ্য রোগের মত গভীর কোন শ্লেষায় সময় কাশছে খুক খুক ধুপ ধুপ হিরোশিমা পারমানবিক দ্রুম দ্রুম দ্রুম মুক্তি খুজছে কোন শ্লোগান মানুষের ঠোটের নিচে পালিয়ে থাকা রাজপথে পালাও তোমাদের প্রেম নামক হাসপাতালে আর তার নরম চিপায় যেখানে মানুষের চোখের এক দানবিক লেন্স সেই চিপা দিয়ে গভীরে প্রবেশ করে দেখে এই মানূষ প্রজাতি আসলে এখনো জন্মাইনি সে শুধু জন্মানোর অপেক্ষায় থাকা এক অর্বাচীন ভ্রুণ তবু দেয়ালে ঝুলছে মৃত্যুর বাতাসী দেহে নিঃশ্বাসের নকশীবোনা একটা রক্তাক্ত ক্যালেন্ডার ওহ জীবনকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, ওহ জন্মকে ঘুমের ঔষুধে অবশ করে ফেলে রাখা হয়েছে চেতনাশক গোয়েন্দার মাংসের বিছানায় ঘুমে আমাদের প্রসূতির ঘরে অনেক রঙের ফুল দুলছে আমাদের হৃৎপিণ্ডের Tango প্রস্বাসের ওঠানামায় একটা ঈগলের নখরে সুর্য তাকিয়ে তাকিয়ে গুনছে মেঘের বয়স যেকোন আকাশে রংধনু জন্ম নিচ্ছে জারজ ফুলের মত বিচিত্র আকাশের পথে ইচ্ছেমত অগনণ তবু দেয়ালে ঝুলছে মৃত্যুর বাতাসী দেহে নিঃশ্বাসের নকশীবোনা একটা রক্তাক্ত ক্যালেন্ডার
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।