শনিবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিআরসি) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ব্রির বিজ্ঞানী সমিতি জানায়।
ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিআরসি) সামনে ওই কর্মসূচি পালনের কথা ছিল। গত বৃহস্পতিবার ব্রির অডিটোরিয়ামে বিজ্ঞানী সমিতির সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়েছিল।
ব্রির বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. আনছার আলী জানান, বিআরসিতে শনিবারের এক সভায় বিজ্ঞানী লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এছাড়া সোমবার থেকে লাগাতার কর্মবিরতির পূর্বঘোষিত কর্মসূচির ব্যাপারে রোববার সমিতির বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও তিনি জানান।
শনিবারের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিআরসির চেয়ারম্যান ড. মো. ওয়ায়েশ কবির, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশারফ হোসেন, বিআরসির সদস্য, পরিচালক (প্রশাসন) মো. মিরাজ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. খলিলুর রহমান প্রমুখ।
গত সোমবার (২২জুলাই) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রির শ্রমিকরা কয়েকজন বিজ্ঞানীকে লাঞ্ছিত করে। এর পেছনে কয়েকজন বিজ্ঞানীও জড়িত রয়েছেন।
এরপর জয়দেবপুর থানায় একাধিক সাধারণ ডায়েরি করেন বিজ্ঞানীরা।
এ ঘটনায় তিন বিজ্ঞানীকে ব্রি থেকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়।
এরপরও অন্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিজ্ঞানীরা কর্মসূচি দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।