আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশি পাসপোর্টসহ মিয়ানমারের ১৬ নাগরিক আটক

যখন শুনি কেউ এদেশের খেয়ে-পড়ে দুর্ণাম করে এ দেশের তখন শরীরে জ্বালা ধরে যায়, ইচ্ছে করে পিষে মারি শা__দের।

প্রথম আলো ২৪/৪/২০১১ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মিয়ানমারের ১৬ জন নাগরিককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আজ রোববার তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। এঁরা হলেন ইউনূস (৪২), আবদুর রহমান, আবদুল্লাহ, শাকেদ, আনিসুর রহমান, কেফায়েদউল্লাহ, আনোয়ার, জাহেদ, মোতালেব, তৈয়ব নূর, নূর মোহাম্মদ, আবদুল কুদ্দুস, আরাফাত, গফুর আনোয়ার হোসেন ও নূর মোহাম্মদ (২)।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানান, এই ১৬ জন অবৈধভাবে বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। Click This Link আমারদেশ ২৫/৪/২০১১ বাংলাদেশী পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা : রাজধানীতে ১৬ রোহিঙ্গা নাগরিক গ্রেফতার স্টাফ রিপোর্টার বাংলাদেশী পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টাকালে মিয়ানমারের ১৬ রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ফকিরেরপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে শনিবার রাতে গ্রেফতারকৃতরা হলো—ইউনুস (৪১), আবদুর রহমান (২২), আবদুল্লাহ (৩১), মোহাম্মদ সাকেদ (২০), আনিসুর রহমান (২০), এফায়েত উল্লাহ (২০), মোহাম্মদ আনোয়ার (১৮), জাহেদ হোসেন (৩৭), আবদুল মোতালেব (৩৫), তৈয়ব নূর (২০), নূর মোহাম্মদ (৩৮), আবদুল কুদ্দুস ওরফে নূরুল হক (৫২), আরাফাত (১৮), আবুল মিয়া ওরফে আবদুল গফুর (১৮), আনোয়ার হোসেন (২৪) এবং নূর মোহাম্মদ (২০)। ঢাকা মহানগর গায়েন্দা পুলিশের দল ফকিরেরপুলের ইসলামিয়া হোটেল ও জাহানারা হোটেলসহ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিল।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.