আমাদের কথা খুঁজে নিন

   

কোরআনিক বোটানিক্যাল গাডেন



এবার বিশ্বে প্রথমবারের মতো কাতরে স্থািপত হতে যাচ্ছে ইসলামিক বোটানিক্যাল গাডেন । পবিএ কোরআন ইঙ্গিত অনুযায়ী সৌন্দয তাত্বিক এবং বৈঙ্গানিক উপায়ে উদ্যানটি স্থাপিত হবে ।প্রস্থাবিত" কোরআনিক বোটানিক্যাল গাডেন " নামে এ উদ্ভিদ উদ্যানটি কাতারের আলু সাহানীয়া এলাকায় প্রতিষ্ঠিত হবে । উদ্যানটি কোরআনে উল্লিখিত গাছ গাছালি, যেমন খেজুর, ডুমুর, জলপাই ,ডালিম ইত্যাদ গাছে সাজ্জিত হবে । ২৪ হেক্টর জায়গাজুড়ে স্থাপিত এ উদ্যানটিতে ৩৫০ প্রজাতির গাছ গাছালি ছাড়াও কোরআন এবং হাদিসে বণিত ৫১ ধরনের গাছ গাছালি স্থান পাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।