আমাদের কথা খুঁজে নিন

   

ভিনগ্রহবাসীর মৃত দেহের সন্ধান


বৈজ্ঞানিক কল্পকাহিনীতে আমরা প্রায়ই এলিয়েন বা ভিনগ্রহবাসী প্রাণীর কথা শুনে থাকি। এদের বিষয়ে কোনো কথা শুনলে আমাদের আগ্রহ বেড়ে যায়। আবার সময়ের আবর্তে আমরা ভুলেও যাই। কিন্তু ভিনগ্রহের প্রাণী নিয়ে রহস্যের শেষ নেই। আর মানুষের মন তো সবসময়ই নতুন কিছু জানার ইচ্ছা পোষণ করে।

বিশেষ করে শিশুরা এ ব্যাপারে খুব আগ্রহী। সম্প্রতি সাইবেরিয়ার বরফাচ্ছন্ন অঞ্চলে ২ পর্যটক বেড়াতে গিয়ে ভিনগ্রহের এক প্রাণীর মৃতদেহ দেখতে পেয়েছেন বলে দাবি করেন। ভিনগ্রহের ওই প্রাণীর দেহাবশেষের ভিডিও করেন তারা। এরপর ইন্টারনেটের মাধ্যমে ওই দৃশ্য সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। ভিডিওচিত্রের ফুটেজে দেখা যায়, রাশিয়ার ইর্কুটস্ক অঞ্চলে মুখ সামান্য হা করা, হালকা-পাতলা গড়নের আধা সমাহিত অবস্থায় ভিনগ্রহের এক প্রাণীর দেহাবশেষ।

তবে মৃত দেহটির একটি পা নেই। চক্ষুকোটরে গভীর গর্ত এবং মাথার মতো খুলিতে মুখগহ্বর পাওয়া গেছে। দুই পর্যটক মনে করছেন মৃতদেহটি ভিনগ্রহের অন্য প্রাণীদের নজর এড়িয়ে গেছে। দৃশ্যটা অনেক অদ্ভুত আর তারা বিশ্বাসই করতে পারছিলেন না। তারা জানান, মৃতদেহটির আশপাশে তারা কোনো মহাকাশ যান দেখেননি।

সম্ভবত মহাকাশযানটি অন্যত্র সরিয়ে রাখা হয়। তবে রাশিয়ার ভিনগ্রহ বিশেষজ্ঞরা বলেন, এটি অন্য কোনো গ্রহের প্রাণীর মৃতদেহ নয়। মৃতদেহটি কোনো মানুষের। সময়ের বিবর্তনে হয়তোবা এ ধরনের আকৃতি ধারণ করেছে। অথবা দুর্ঘটনার কারণেও এরকম হয়ে থাকতে পারে।

এটি বর্তমানে গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটে ভিডিওচিত্র আপলোডকারীরা ভিডিওচিত্রটি দেখছেন এবং সঙ্গে সঙ্গে মন্তব্য করছেন। এ পর্যন্ত বিশ্বের প্রায় ৭ লাখ মানুষ ভিডিওচিত্রটি আপলোড করেছেন। ইন্টারনেট
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.