প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রবিনিয়ো। তবে একটু পরেই পেনাল্টি বক্সের কিনারা থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করে এসি মিলানকে এগিয়ে দেন এই ব্রাজিল তারকা।
এরপর ডাচ মিডফিল্ডার নাইজেল ডি জংয়ের বাকানো শটে ব্যবধান আরও বাড়ায় সেরি আ -এর দলটি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান দানি পারেহো। কিন্তু এর পর একের পর এক আক্রমণ করেও গোলের আর দেখা পায়নি ভ্যালেন্সিয়া।
এসি মিলান পরবর্তী রাউন্ডে খেলবে ২ আগস্ট ইন্টার মিলান ও চেলসির মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
যুক্তরাষ্ট্রে গিনেস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের অন্য ম্যাচগুলোতে ১ অগাস্ট ইতালির জুভেন্টাস খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনের সঙ্গে; পরের দিন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।