মন যা চাই তাই লিখি
বিশ্বের সবথেকে বড় বাড়ি বলতে আমাদের মাথায় আসে এম্পায়ার স্টেট বিল্ডিং বুর্জ খলিফার মতো আকাশ ছোঁয়া নির্মাণের কথা।কিন্তু সম্প্রতি চিনে বিশ্বের যে বৃহত্তম বাড়িটি নির্মিত হয়েছে শটি কিন্তু মোটেই সুউচ্চ নয়। তাহলে?
আড়াআড়ি ভাবে এতটাই বড়ো যে চাইলে এর ভিতর অনায়াসে অস্ট্রেলিয়ার অপেরা হাউসের মত ২০টি এবং আযাশিংটনের পেন্টাগনের মত ৩টি স্থাপত্য অনায়াসে ভরে ফেলা যায়। জানা গেছে বাড়িটির দৈঘ্য ৫০০ মিটার এবং প্রস্থ ৪০০ মিটার।এর মধ্যে রয়েছে বিশাল বহুল হোটেল, চিত্রশালা, থিয়েটার হল, শপিং মল,বিশ্ববিদ্যালয় এমনকি কৃত্রিম দ্বীপ,সমুদ্র সৈকত,।
এই বাড়ির নকশা করেছেন ব্রিটিশ আর্কিটেক্ট জাহা হাদিদ।চিনের চেনগদুর নতুন জেলা তেইফুতে তৈরি হয়েছে এই বাড়ি। ২০২০ সালের মধ্য এখানে তৈরি কদরা হবে নতুন সাবওয়ে এবং বিশাল একটি বিমান বন্দর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।