আমাদের কথা খুঁজে নিন

   

রাবের গুলিতে আহত লিমন রাতারাতি ভিলেন হয়ে গেলেন



এতদিন সকল মিডিয়া এবং মানবাধিকার কমি সোচ্চার ছিলেন লিমন কে নিয়ে, তার বিরুদে একটি খারাপ কিছুই বের করতে পারেনি, এলাকাবাসি সবাই তাকে ভালই বলেছে, সেদিন গুলির আওয়াজ হয়েছিল একটি, যখন লিমনের মা মামলা করতে গেলেন তার পরেই পালটে গেল পুরো চিএ । হঠাৎ করে একটি চ্যানেল আরটিভি তে দেখলাম অন্যচিএ এখন এলাকাবাসি বলছে অন্যকথা, ঘটনার দিন নাকি আট থেকে দশটি গুলির শব্দ শুনেছেন, সে নাকি দুইটা মোবাইল ব্য্‌বহার করত, ইটের ভাটা থেকে চাদা নিত, তার বাবা এবং মা জাল টাকার ব্যবসা করত তাহলে আমার জিঘ্ঘাসা এলাকাবাসি এতদিন এসব কথা কেন বললোনা? সেই এলাকাবাসি কার ভয়ে বা কার ইশারায় এসব নতুন কথা বলছেন? এই সবকিছু র‌্যাব লোকজন কে ভয় দেখিয়ে করছে?? হায়রে আমার মিডিয়া...........হায়রে আমার র‌্যাব........ এই যদি হয় র‌্যাব এর করমকানডো তাহলে মানুস কি আশা করবে তাদের কাছে?? আমরা কি এইসব ভয় কে উপেক্ষা করে একটা গরীব অসহায় ছেলেটির পাশে দারাতে পারিনা??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।