ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ...
তুমি ঠেলে নিয়ে যাও বাঁকানো উঠোন
উঠোনময় প্রবল হাওয়া আর জলের বিক্ষোভ
মাছ আর মাছরাঙ্গা পাখিদের বেতাল ঝাঁপ-
দৌড়। ঈষৎ বাতাসে দোলে সস্তা আঁচল
আর নিতম্বের মাংসে বোঝো কামজ লেহন।
গভীর নৈশব্দের ক্লেদাক্ত মাঝরাত পীঠে
পৌঁছতেই হবে উদ্দীষ্ট পীড়িত কন্দরে।
আলগা করে জর্জরিত কামিজ, আলতো হাতে
ইসিজির লীড গুলো বসে যাবে যথাস্থানে।
হয়ত দুই দিন, তিন- চার কিংবা আরো কিছু বেশি
নাহয় কটা মাস পুষ্ট হতেই যাবে ক্ষয়িষ্ণু শরীর;
ফিরে পাবে অধিকার আবার ম্রিয়মাণ
চোখ দিয়ে চেটে খেতে সুডৌল শরীর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।