আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে মঈন, ফখরুদ্দিন 'সাইজ' কমিটির পথচলা শুরু

যে যায় লংকায়, সে হয় রাবন

কমিটির সভাপতি জনাব আতর আলী ডেভিট একটি জ্বালাময়ী ভাষনের মাধ্যমে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যর কথা বলতে গিয়ে বলেন, ভাইসব দেখুন, তাদের কত বড় স্পর্ধা। ইহজগতে কার এমন বুকের পাঠা যে আমাদের নেতাদের গ্রেফতার করে? তাদের কি দুঃসাহস! তারা আমাদের নেতাদের গ্রেফতার করে ক্ষান্ত হয়নি, আমাদের প্রানপ্রিয় নেত্রীদের জেলে ঢুকানোর স্পর্ধা দেখিয়েছে। ভাইসব, আমার বড় ভাই ক্রেডিট, সে না হয় সতসামান্য ঢেউটিন, সামন্য চাউল, আটা, ময়দা চুরি করেছে, এমন কী অপরাধ করলো! আমার ভাইকে পর্যন্ত তারা গ্রেফতার করলো। আমাদের নেতানেত্রীরা এই দেশটার জন্য কতটা কষ্ট করেন, তারা সামান্য দু- চার- পাঁচ হাজার কোটি টাকা দেশি এবং বিদেশি সুইচ-টুইচ ব্যাংকে রাখতেই পারেন। তাদের চাওয়া-পাওয়া থাকতেই পারে।

আর দেখুন ভাইসব , এইসব নিয়ে তারা দুর্নীতির ধূয়া তোলে আমাদের নেতানেত্রীদের দূর্নিতীবাজ বলে গালি দেয়। অতএব, তাদেরকে সাইজ করা এখন সময়ের দাবি, ভাইসব। আমাদের নয়নের মনি, কলিজার টুকরা নেত্রীদের তারা মাইনাস করার দুঃসাহস দেখায়। যেখানে আমাদের নেত্রীদের কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার জন্য অহর্নিশ চোখের পানি বিসর্জন দিয়ে ঈশ্বর এর নিকট প্রার্থনা করছি সেখানে তারা মাইনাস করার দুঃসাহস দেখায়। রাস্তা-ঘাট, দোকান-পাট, খাল-বিল, নালা-নর্দমা আমাদের ছোট ভাইরা তাদের দৈনন্দিন যৎসামান্য চাহিদা মেটানোর জন্য দখল করতেই পারে।

এ আর দোষের কি! তারা এ দেশের জন্য কত অবদানই রাখছে। অথচ তাদের জেলে ঢুকিয়ে কি নির্যাতন না করলো ওরা। তাহারা কি একটুও ভাবেনি, একদা তাহাদের এই কৃত কর্মের ফল ভোগ করিতেই হইবে। তাই ভাইরা আসুন, সময় এসেছে বদলা নেবার। তারা যেখানেই পালিয়ে থাকুক না কেন, তাদের ধরে এনে সাইজ করার বিকল্প নাই।

তাদের কে এমনভাবে সাইজ করতে হবে ভবিষ্যতে যেন আর কেউ আমাদের নেতা-নেত্রী, বড় ভাই, মাঝারি ভাই, ছোট ভাইদের সোনার শরীরে স্পর্শ করার সাহস না দেখায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।