আমাদের কথা খুঁজে নিন

   

বাজার স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

রোববার লালমনিরহাটে দুটি সেতু পরিদর্শনের সময় এ তথ্য জানিয়েছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রমজানে অনেক পণ্যের দাম কমেছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে পবিত্র রমজান মাসে তেল, ডাল, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাজারে পর্যাপ্ত রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে সরকার সব ধরনের কার্যকর ব্যবস্থাগ্রহণ করেছে।”
জেলার কুলাঘাট ইউনিয়নের ফুলবাড়ী পয়েন্টের নদীভাঙ্গন ও প্রস্তাবিত ধরলা সেতু পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই ধরলা সেতুর কাজ শুরু হবে। সেতু নির্মাণের সব প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে।
“কিছু দিনের মধ্যে অবশিষ্ট আনুষ্ঠানিকতা শেষ করে ধরলা সেতুর কাজ শুরু করা হবে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.