আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুরের পল্লবীতে তরুণকে কুপিয়েছে সন্ত্রাসীরা - স্ট্যাটাস আপডেটঃ নির্ঝর মজুমদার

আমি একজন ই-পীর গতকাইল দুপুরে আমার বাসার দারওয়ানরে একজন আইসা গালিগালাজ করল। সে আমারে নালিশ দিল, সে ফেসবুক চালায়, তাই নাকি তারে গালিগালাজ করছে। তার "লাইনে এক্টিভিটি" নাকি অনেকেই ভালো চোখে নিতেছে না। বহু আগে এক বন্ধু ছিল, মাল্টিমিডিয়া মোবাইল কিনতে চাইত না, কারন অপারেট করতে না পারার ভয়। সে ইদানিং পরিচয় দিয়া বেড়াইতেছে, সে ব্লগার।

সেই ধারাবাহিকতায় আজকে এমন একজন """ব্লগার""" রে কুপানি হইল, জার নাম এবং কাম ইতিপূর্বে দেখিতে শুনিতে অনেকেই ব্যর্থ হইয়াছেন। এই অধমও তাঁদের মধ্যেই একজন। কেউ জানিয়া থাকিলে দয়া করিয়া বিস্তারিত জানাইয়া বাধিত করিবেন। তো যাই হউক, ইন্টূইশন নামক বস্তুটি বলিতেছে, ইতিপূর্বে ব্লগার রাজিব এর নামে যা চালানি হইয়াছিল, অর্থাৎ আমার তলদেশের বদ খুশবো, সেই একই কাহিনি পুনরায় চলাইবার চেষ্টা করতে পারেন মহাত্মা ছাগু গং। ভাবতেই অসহ্য লাগতেছে, উফফ আবার সেই একই নাস্তিক-নাস্তিক ট্যাগ, আবার সেই একই খেলা।

কামান ছাগু ভাইয়েরা, নয়া ট্রিক্স খেলেন। পুরান গেইম খেলতে ভালা লাগেনা। (অটঃ একই নাস্তিক-নাস্তিক খেলার পূর্ব প্রস্তুতি যে নেওয়া হইতেছে, সেই ব্যপারে শতভাগ সিউর হইয়া এই স্ট্যাটাস দিলাম, তবে বিশ্বাস করা না করা একান্তই আপনার সম্পত্তি। ) নির্ঝর মজুমদার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.