আমাদের কথা খুঁজে নিন

   

সহজ ভাষায় কিছু বিমল সংলাপ

ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ...

সহজ ভাষায় কিছু বিমল সংলাপ লিখতে বলেছো হে বন্ধুবর- সহজ কথায় কঠিন যে জগতে আজ আমার বিচরণ- আমদের; কঠিন সময়ে পাশাপাশি হাঁটা তার কি আছে কোন অবসর? বিষণ্ন কিছু মেঘের আনাগোনা যখনই ঢেকে দেয় তপ্ত সূর্যের দুপুর অলস কলমে তখনি কেবল লিখতে ইচ্ছে করে অবসরের গান। সুরের কথা চিন্তায়, মগজে অথবা হৃদয়ে যখনি জাগে- জাগে একটি নাম- প্রীতির, অমল বন্ধুত্বের, পাশাপাশি চলার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।