শাকিলা তুবা
নির্জন একাকিত্বে বানভাসা মেয়েগো! পালক কুড়োও
কুড়িয়ে নাও আগুনের ফুলকি,
উদ্দাম নৃত্যে দূর বেলাভূমিকে করো ধূসর,
ধুলোয় ঢেকে যাক শহরের পর শহর,
গোধুলি লগ্নে কুয়াশা তুমি হেঁটে যাও মাঠের আল বেয়ে।
ফেনা ওঠা বাতাসে দুলে দুলে যাও---
তোমায় রুখতে পারে কোন বীণবাদক?
ও মেয়ে, তোমার ঢেউ খেলানো শরীরের মাদকতা
ঢেকে দিক বৃদ্ধতর সমাজের চোখ।
লাবন্য ঝরা সন্ধ্যায় চোখ রাখো বিনুনী বাঁধা মনে
যে মন তোমাতে বাঁধা পড়েছে শতাব্দী আগে।
যোগীর ভাঙ্গো মৌনতা, ভোগীকে করো ধ্যানী।
হালকা পায়ে নেচে যাও ছাগশিশুদের সাথে;
তোমার ছোঁয়ায় গান গেয়ে উঠুক বনের নীরবতা।
তির্যক সেই হাসিটি হাসো,
ছুঁড়ে দাও দৃষ্টির বাণ,
সেখানে মিলন ঘটে যাক তোমার, তার সাথে
যে নৈরাজ্যে নীল ভ্রমরের বাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।