সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!!দুনিয়ার মজদুর এক হও,হাতে হাতে অস্ত্র তুলে লও। রাজাকার ও মীরজাফর মুক্ত বাংলা চাই,সব মানুষের সমান অধিকার চাই। ।
(১)
জেগে উঠো নারী
আর কতকাল কাঁদবে নারী ঘরে বসে একলা
ওগো নারী,কেঁদো না আর বাড়বে দুঃখজ্বালা!
আজকে এসেছে নবযুগ,এসেছে নবপ্রবাহধারা
আজ তোমরা জেগে উঠো;তোমরা নও সর্বহারা!
আর কতকাল থাকবে নারী,অন্ধকার ঘরে..?
চারিদিকে চেয়ে দেখ নবযুগ ডাকছে তোমারে।
আর নয় কারো লাঞ্ছনা,আর নয় কারো বঞ্চনা
পৃথিবী হবে আজ নারীদের সত্যিকার আস্তানা।
জেগে উঠো অবলা নারী,মুছে ফেল দু'চোখের বারি
আজ হাতে তুলে নাও কামান,বুলেট,নাঙা তরবারি।
অতীতের সব দুঃখ,বিরহ,বিষাদ ভুলে যাও আজ
ভয়-ভীতি কে জলাঞ্জলি দিয়ে মাথায় পড় তাজ,
আজ তোমরা ভুলে যাও সব বাঁধা,বিপত্তি,লাজ।
ওগো বাঙলা মায়ের নারী,নেমে এসো আজ রাস্তায়
তোমাদের কেউ বেঁচতে পারবে না বিদেশে সস্তায়।
জেগে উঠো নারী একুশের চেতনায়
ভেলা ভাসাও একাত্তরের মোহনায়।
ওগো নারী,তোমরা জীবন দেবে তবু মাথা নুয়াবে না কারো ভয়ে
তোমরা জেগে উঠো রোকেয়া,প্রীতলতা,জাহানারা ইমাম হয়ে।
তোমাদের মাঝে লুকিয়ে আছে সিতারা বেগম,তারামন বিবি
তোমরা জেগে উঠো,তোমরা উঠো,গড়ে তুলো নতুন পৃথিবী।
আর নয় অন্ধ আইন,আর নয় শোষকের মনগড়া অন্ধ বিধান
যুদ্ধের ময়দানে বিজয়িনী হয়ে লিখো একটি নতুন সংবিধান। । ।
(২)
তুমি বহুরূপী
নারীর প্রেমে পাগল হয়ে অবনত আজ পৃথিবী
নারী তোমরা মানবী নও;তোমরা সত্যিই দেবী!
সৃষ্টিলগ্নে তোমাকে নিয়ে ভাইয়ে ভাইয়ে হলো লড়াই
হাবিল-কাবিল যুদ্ধ করেছে তোমার রূপের মহিমায়।
শত বিপদের মাঝে তুমি দিয়েছ সেবা-প্রেম-সান্ত্বনা
তোমার সৃষ্টি রহস্য হয়েছে আজ বিজ্ঞানীর গবেষণা!!
তোমার রূপে পাগল হয়ে কবি লিখেছে কবিতা
দুঃখ শুধু চেপে রেখেছ তুমি বলোনি মনের কথা!
তোমার জন্য সম্রাট শাহাজাহান তৈরী করেছেন তাজমহল
তোমার কথা,তোমার হাসি পুরুষকে যুগিয়েছে শক্তি-বল।
তুমি দিবসে হয়েছ গৃহিণী,রাতে হয়েছ প্রণয়িণী
তোমার কথা লিখব কীভাবে এই সামান্য আমি?
তুমি কারো মা,তুমি কারো বোন,আবার কারো প্রেয়সী
আমার চোখে তুমি নারী নও;তুমি পূর্ণিমার জলন্ত শশী।
তোমার পায়ের নিচে লিখা আছে আমার জান্নাত
তোমাকে ভক্তি করেই পাব আমি পরকালে নাযাত।
কারো কাছে তুমি মহিয়সী আবার কারো কাছে বীরঙ্গনা
তুমি বহুরূপী!কীভাবে দেব তোমার রূপ ও গুণের বর্ণনা!!!
উৎসর্গ:
(১) শোশমিতা দিদি
(২)ইসরা আপু
(৩)স্বর্ণা আপু
(৪)কাকঁন আপু
(৫)সালমাহ্যাপী আপু
(৬)রং তুলি ক্যানভাস আপু
(৭)অঞ্জলি আপু
(৮)আরজুপনি আপু
(৯) প্রিয়তমেষূ আপু
(১০)রোকেয়া ইসলাম আপু
(১১)জয়তি বন্দোপাধ্যায় আপু
(১২)ফারা দিবা জামান আপু
(১৩)মেহেরুন আপু
(১৪)লাইলী আরজুমান আপু
(১৫)শায়মা আপু
(১৬)শাকিলা জান্নাত আপু
(১৭) স্বপ্নবিলাসী আপু
(১৮)অদ্বিতীয়া আপু
(১৯)মাহী ফ্লোরা আপু
(২০)শান্তা ২৭৩আপু
(২১)সুলতানা ১২ আপু
(২২)প্রিয়ভাষিণী আপু
(২৪)নুসরাত সুলতানা আপু
(২৫)গ্রাম্যবালিকা আপু
(২৬) ডানাহীন আপু
(২৭)কালোপরী আপু
(২৮)ফাজানা শিরিন আপু
(২৯)ব্লগপাতায় কামরুন নাহার আপু
(৩০)অনীনদিতা আপু
(৩১)মনিরা সুলতানা আপু
সহ সামুর সকল নারী ব্লগারদের। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।