আমাদের কথা খুঁজে নিন

   

মুমীনদের জন্য ভূমিকাঃ কর্ণেল সামুরাই


মুমীন অর্থ বিশ্বস্ত বা বিশ্বাসী। একজন মুসলমান হবার প্রথম শর্ত মুমীন হওয়া। মুমীনদের পরিচয় সম্পর্কে কোরআনে বলা হয়েছে- [সূরা আল হুজুরাতঃ আয়াতঃ ১৫] إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ ۚ أُولَٰئِكَ هُمُ الصَّادِقُونَ “তারাই মুমিন, যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন-সম্পদ দ্বারা জেহাদ করে। তারাই সত্যনিষ্ঠ। ” মুমীন হিসেবে নিজেকে পরিচয় দিতে হলে কোন সন্দেহ, যুক্তি ও তর্ক ছাড়াই ৭টি বিষয়ে বিষয়ে ঈমাণ রাখতে হয়।

১। আল্লাহ এক, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই এবং হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা ও রাসূল । ২। ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ৩।

সমস্ত ঐশী গ্রন্থের উপর বিশ্বাস। ৪। সকল নবী ও রাসূলের প্রতি বিশ্বাস। ৫। পরকালে বিশ্বাস।

৬। ভাগ্যে বিশ্বাস। ৭। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। ১. এর মধ্যে আল্লাহ এবং তাঁর সমস্ত নাম ও গুনাবলীর উপর ঈমান রাখা এবং তাঁর যাবতীয় হুকুম আহকাম মেনে চলাকে ঈমাণে মুজ্বমাল ২. আল্লাহর প্রতি এবং তাঁর ফেরেশতাগনের প্রতি, তাঁর অবতীর্ণ কিতাব সমূহের ও তাঁর প্রেরিত রাসূলগণের প্রতি, পরকালের প্রতি এবং তকদীরের ভালমন্দের যা আল্লাহর পক্ষ হতে হয়ে থাকে এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ঈমাণকে ঈমাণে মুফাচছাল বলা হয়।

------------------------------ অর্থাৎ, উপরোক্ত ৭টি বিষয়কে যে বিনা যুক্তি ও তর্কে মেনে নিতে পারে তাকেই বলা হয় মুমীন, এবং কেউ উপরের ৭টি বিষেয়ে সন্দেহ পোষণ করলে, বা যুক্তি তর্ক দ্বারা প্রমাণ চাইলে সে মুমীন বলে গণ্য হবেনা। (ইহা একটি ধর্মীয় পোস্ট) -------------------------------------------- ফেসবুকে কর্ণেল সামুরাই
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.