আমি একজন শিক্ষিত শ্রমিক
সারা বছরই টুপি তৈরি করে আল আলখাইয়্যাত ক্যাপ ইন্ডাস্ট্রি। তবে টুপির চাহিদা বাড়ে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময়। বাংলাদেশে সর্বপ্রথম নিত্যনতুন ডিজাইনসমৃদ্ধ মানসম্মত টুপি তৈরি করে পঞ্চগড়ের তেঁতুলিয়ার এই কোম্পানী। তারা বাংলাদেশে টুপি তৈরির পথিকৃৎ। জেলার তেঁতুলিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম মাথাফাটা।
১৯৯১ সাল থেকে এখানে টুপি তৈরি করা শুরু হয়। ১৯৯৪ সালে বাণিজ্যিক ভিত্তিতে এ কারখানা থেকে টুপি উৎপাদন শুরু হয়। এ কারখানার নাম দেওয়া হয় আলখাইয়্যাত ক্যাপ ইন্ডাস্ট্রি। এ ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা মোঃ আবদুল হান্নান। তিনি '৯৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করেন।
বর্তমানে তিনি পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।
ছাত্রজীবন থেকেই তিনি টুপি ব্যবহার করতেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাজারে ভালো টুপি না পেয়ে সে সময়ই স্কুল জীবনের বন্ধু দর্জি আবদুর রাজ্জাকের সহায়তায় উন্নতমানের টুপি তৈরির চিন্তা মাথায় আসে তার। '৯৩ সালে এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে প্রায় ১০০ টুপি তৈরি করেন। টুপি নিয়ে ঢাকার চকবাজারসহ বিভিন্ন দোকানে গেলে দোকান থেকে ব্যাপক সাড়া পান।
প্রাথম টুপি তৈরি করে যে লভ্যাংশ আসে তা দিয়ে এবং দুই বন্ধুর কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে ক্রয় করেন টুপি তৈরির মেশিন। '৯৪ সাল থেকে এ কারখানায় বাণিজ্যিক ভিত্তিতে টুপি বানানো শুরু করেন।
মরিয়ম ইন্টারন্যাশনাল ইম্পোর্ট-এক্সপোর্ট প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন এলাকার ব্যক্তির মাধ্যমে তার তৈরি টুপি বিদেশে রফতানি করা হয়।
টুপি তৈরির কারখানায় স্থানীয় মহিলা সহ প্রায় ৪০-৫০ জন কাজ করেন। প্রথম দিকে এ কারখানায় ১২-১৫ হাজার টুপি তৈরি করা হতো।
বিভিন্ন মডেল ও ডিজাইনের তৈরিকৃত একটি টুপি তৈরি করতে খরচ পড়ে ২৮-৮০ টাকা পর্যন্ত। কিছু কিছু মডেলের টুপি বাজারমূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি পড়ে।
বিদেশের টুপির বাজার বাংলাদেশের দখলে ছিল। কিন্তু বর্তমানে সর্বত্রই চীন এ বাজার দখল করে নিয়েছে। দামে কম, সহজে তৈরি করা সম্ভব এবং চীন সরকার নিজেই এসব শিল্পের বাজার তৈরি করে বলে তারা দ্রুত বাজার দখল করতে পারে।
অজপাড়াগাঁয়ে তৈরি টুপি গ্রামীণ অর্থনীতির মাইলফলক হিসেবে পরিচিতি পেয়েছে। এখানকার তৈরি টুপি শুধু দেশেই নয়, সৌদি আরব, মিসর, কুয়েত, ইন্দোনেশিয়া, তাজাকিস্তান, পাকিস্তান, মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে রফতানি হচ্ছে। শিল্পনৈপুণ্য, মান ও সৌন্দর্যের কারণে এ টুপির চাহিদা রয়েছে সর্বত্রই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।