তক
আইপিএল চলাকালীন কলকাতা নাইট রাইডার্স নিয়ে প্রথমবার স্টার আনন্দের ক্যামেরার সামনে মুখ খুললেন কেকেআর-এর প্রাক্তন ক্যাপটেন সৌরভ গঙ্গোপাধ্যায়. এ বার আইপিএলে যাত্রা শুরু করার পর প্রথম ম্যাচে হেরেছিল কেকেআর, তার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের. নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে একটি ম্যাচ খেলে ফেললেও সেদিন কোনও এক অজ্ঞাত কারণে স্টেডিয়ামই ফাঁকা ছিল. কেউ বা এর পেছনে ওয়ার্ল্ড কাপের হ্যাংওভারকে দায়ী করেছেন, আবার কেউ বলছে সৌরভহীন আইপিএলকে দেখার আগ্রহ নেই কলকাতাবাসীর. তবে সত্যিটা যাই হোক, কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক কিন্তু নাইটদের বর্তমান টিম নিয়ে যথেষ্টই আশাবাদী.বর্তমান কেকেআর-এ দুজন ভারতীয় গৌতম গম্ভীর ও ইউসুফ পাঠানের ব্যাপারে সৌরভ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন. তিনি মনে করেন, এ বারের টিমটা যথেষ্টই গোছানো. আর মাঠে কেকেআর-এর ম্যাচ দেখতে যাওয়ার ব্যাপারে সৌরভের বক্তব্য, জুহি চাওলা তাঁকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, আর শাহরুখও তাঁকে ফোন করেছিলেন, তবে সেই সময় তাঁর ফোন বন্ধ থাকায় শাহরুখের সঙ্গে কোনও কথা হয়নি.গৌতম গম্ভীরকে তাঁর সেরাটাই দেওয়ার পরামর্শ দিয়েছেন কলকাতার মহারাজ. আর বলেছেন, গোতিকে শুভেচ্ছা বার্তা অবশ্যই জানাবেন তিনি. ফোনও এমনকী দেখাও করবেন.আপাতত তিনি তাকিয়ে আছেন রবিবারের রাজস্থান রয়্যালস বনাম কেকেআর ম্যাচের দিকে. কে হবেন রবিবারের ম্যাচের আসল বাজিগর, রাতেই তার উত্তর মিলে যাবে.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।