ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তাঁর আলোচিত বই ব্রিফ হিস্ট্রি অব টাইম লেখার সময় মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ওই সময় অবস্থা এতই খারাপ ছিল যে চিকিৎসকেরা কষ্ট থেকে মুক্তি দিতে তাঁর স্ত্রী জেন হকিংকে ‘লাইফ সাপোর্ট’ খুলে ফেলার প্রস্তাব দিয়েছিলেন। এ ঘটনা ১৯৮৫ সালের।
৭১ বছর বয়স্ক স্টিফেন হকিংকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘হকিং’-এ এমনটিই দেখানো হয়েছে। বুকে সংক্রমণ থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হন তিনি। তখন হকিং সুইজারল্যান্ডে ছিলেন। তবে হকিংয়ের প্রথম স্ত্রী জেন হকিং লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শে সাড়া না দিয়ে তাঁকে সুইজারল্যান্ড থেকে যুক্তরাজ্যে নিয়ে যান। খবর গার্ডিয়ান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।