আমাদের কথা খুঁজে নিন

   

রচনা অফ দা সেন্চুরী


এটা আমার এই ব্লগের প্রথম লেখা । তাই অনেক ভুল ত্রুটি থাকতে পারে । সহৃদয় পাঠক হিসেবে আপনি এসব ক্ষমা সুন্দর চোখে দেখবেন বলেই আমার বিশ্বাস, না দেখলেও আমার অবশ্য কিছু করার নাই । তবে উপরের ছবিটি কোন ভুল নয় । ছবির সাথে লেখার সম্পর্ক কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে ।

যাই হোক, কাজের কথায় আসি । প্রথমে আমি ভাবছিলাম কি বিষয়ে লেখা যায়, কারন এর আগে ব্লগ জাতীয় কোথাও লেখালেখি করা হয় নাই । এমনকি নিতান্ত অনিচ্ছায় ও বাধ্য হয়ে পরীক্ষার খাতায় লেখা ছাড়া আমি কখনো কোথাও কিছু লিখেছি নাকি সন্দেহ । অবশ্য স্কুলে থাকতে একবার আমার(!) লেখা একটা কবিতা ছাপা হয়েছিলো । তবে গোপন কথা বলি, ঐটা আমার ভাইয়ের স্কুলের ম্যাগাজিনে পাওয়া এক জনৈক ব্যক্তির কবিতা থেকে ইন্‌সপায়ারড(!) ।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এহেন গুণী লেখকের হঠাৎ এমন জনপ্রিয় ব্লগে লেখার ইচ্ছা হলো কেন? আসলে লোকে বলে আমি নাকি বাচাল ও বাক্‌পটু টাইপের লোক, চাপাবাজিতেও নাকি আমার জুড়ি নাই | এসব নাকি একজন ভালো লেখেকের সহজাত গুণাবলি (ভালো লেখক ভাইয়েরা আমায় নিজ বা বাপ, মা, ভাইবোন যে কারো গুণে মাফ করে দিয়েন!) । যদিও আমি এসব ঠিক বিশ্বাস করি না, তবুও নিজে একটা কিছু লিখে ব্যাপারটা পরখ করতে দোষ কোথায়? তাছাড়া নতুন কিছু করতে আমি সব সময়ই উৎসাহ বোধ করি, সেটা স্যুটের সাথে ক্যাপ পড়া হোক, কিংবা বাজি ধরে কান ধরে উঠবোস করাই হোক না কেন ! তার উপর আজ সকাল থেকে বেকার । কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা । তাই ভাবলাম ছুটির দিনে আপনার মাথা আউলাইয়া দেই । এখন চিন্তার বিষয় হলো কি নিয়ে লেখা যায়? সাধারনত কত কিছু মাথায় ঘুরে, কিন্তু এই জায়গায় এসে মাথা মানিব্যাগের মত ব্ল্যাংক হয়ে গেলো | এমন তো না অংক বা বিজ্ঞানের বিষয়ে আমি বিদ্যাসাগর, কোন ধাধা বা 'পাই' টাইপ কোন বিষয়ে আমি থিসিস লিখে ফেলব ।

এমনকি 'পাই' শুনলেই আমার 'আমেরিকান পাই' এর কথা মনে পড়ে । বুঝেন অবস্থা! সাম্প্রতিক কোন বিষয় নিয়ে যে কিছু লিখব তারও উপায় নাই, রাজনীতি, অর্থনীতি আর দুর্নীতির মধ্যে আমি কোন পার্থক্য খুজে পাই না । খবরের কাগজের ১ম পাতাও বেশিরভাগ দিন-ই তাই একইরকম লাগে ! ওরাও বোধহয় একই পাতা রোজ ফটোকপি করে ছেপে দেয় । তাই খবরের কাগজ হাতে নিয়েই আমি অতি অল্প সময়ের মাঝে খেলার পাতায় চলে যাই । তাহলে সেটাই সই! খেলার বিষয়ে কিছু লেখা উচিত - এই ভাবনায় তাড়িত হয়ে আমি লেখার বিষয় সন্ধানে নেমে পড়লাম ।

আমার আবার কোন খেলাতেই না নাই । রাস্তায় ক্রিকেট, মাঠে ফুটবল,ক্যাফেতে তাস, বাসায় লুডু, ফিফা, কম্পিউটার গেম্‌স, হাডুডু (এটা একটু বেশী বলে ফেললাম বোধহয় ) । আপনিও যদি এসব খেলায় আগ্রহী হোন আর পার্টনার না পান, আমাকে স্মরণ করতে পারেন । যাই হোক কি বলছিলাম যেন.. ওহ্‌, খেলা । এসবের মাঝে ভাবলাম আমাদের দেশের মানুষের আশা ভরসা ক্রিকেট নিয়েই কিছু লিখি ।

ক্রিকেটে অস্ট্রেলিয়া যে কিছুদিন আগ পর্যন্তও দুর্নীতিতে বাংলাদেশের টানা তিন-চার বার চ্যা্পিয়ন হওয়ার মতো েরেকর্ডের অধিকারী ছিলো, এটা আশাকরী অনেকেরই জানা । তাদের এই দাপটের নেপথ্যে অনেক গ্রেট ক্রিকেটারের অবদান থাকলেও এর শুরুটা হয়েছিলো একজন স্বর্ণকেশী নাদুসনুদুস লোকের করা একটি বল থেকে । লোকটির চরিত্র ফুলের মতো পবিত্র না হলেও তার বোলিংয়ে অনেক সময়েই থাকতো মায়াকাড়া যাদু । তার নাম শেন ওয়ার্ন, বলটির নাম 'বল অফ দা সেন্চুরী' । ঠিক করলাম অনেকেরই না জানা / কম জানা এই বলটা নিয়েই লিখব আমার জীবনের ১ম ব্লগ পোস্ট! গুড, এতক্ষণে বিষয় ঠিক হলো ।

নেটে বলটার ভিডিও লিংক খুজলাম, ছবি নামালাম । বলটার বিষয়ে নিজের জ্ঞানও সমৃদ্ধ করলাম । ফটোশপে বলটার গতিপথ একে ছবিও বানালাম । লেখার শুরুতে কয়েকবারের চেষ্টায় ছবিও যুক্ত করলাম । এরপর ভাবলাম সরাসরি কাজের কথায় না এসে 'কেন আমার প্রথম লেখা এই বিষয়ে'- এটা সংক্ষেপে জানানো দরকার ।

আমি যে কি পরিমাণ বাচাল এইটা এতক্ষণে আশাকরি আপনার কাছে আমাদের সরকারের উদ্দ্যেশ্যের মতোই পরিষ্কার হয়ে গেছে । দেখেন না নিজেই প্রশ্ন করি, আবার উত্তরও নিজেই দেই । কিছুদূর লেখার পর মনে হল বল অফ দা সেন্চুরী নিয়ে পরের দিন লেখা যাবে, আজ বরং আপনার মাথাটা আউলাইয়াই দেই !!! ( ছোটবেলায় একটা কথা আমরা সবাই শুনেছি, রচনা কমন না পেলে যা জানি, ওইসব বিষয় নিয়ে এসে চাপাবাজি করা । যেমন : নদীর রচনা লিখতে গিয়ে নদীর তীরে ঘাস খাওয়া গরুকে নিয়ে রচনা লিখে েফেলা ! আমার এই লেখাটা আশা করি এটারই একটা প্রকৃষ্ট উদাহরণ! ) পুনশ্চ : আপনি যদি এখনো ব্রাউজার ক্লোজ না করে থাকেন এবং কোন এক বিচিত্র কারনে আমার লেখা পছন্দ করে থাকেন, তবে উৎসাহমূলক কমেন্ট করতে ভুলবেন না ! আর যদি লেখাটা পছন্দ না করে থাকেন, তবুও উৎসাহমূলক কমেন্ট করতে ভুলবেন না ! আপনি কিছু করার নেই থিওরী তে পড়ে গেছেন !!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।