আমাদের কথা খুঁজে নিন

   

বিশটিধারার কোবতে চর্চা: ডেডিকেটেড টু ''বৃষ্টিধারা''

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . .

স্বপ্নের মাঝে স্বপ্ন দেখে বিশটি বালিশ নিয়ে খায় লুটোপুটি স্বপ্নে পাওয়া শব্দ ধারা ঝরে পড়ে বিশটি ধারায় ঘুমের ঘোরে, চাঁদের কোলে ঘুমিয়ে বিশটি ছড়া আঁকে ঠোঁট বাঁকিয়ে শিস বাজিয়ে আগা ছাড়া লাইন সাজিয়ে ছন্দ সুরে বস্তাপঁচা সুরের তালে বিশটির মতো ঝরঝরিয়ে একটা দুইটা কোবতে প্রসব বিশটির একটা নিত্য স্বভাব অস্পষ্ট, উন্নাসিক, অবলার ছন্দ কেউ বুঝে কেউ বুঝেনা ভালো কি মন্দ এভাবেই দিনকে দিন কোবতে প্রসবে রাতদিন ভালো মানুষ, সরল মানুষ ব্লগের সব নিরীহ মানুষ ''পঁচা, দুর্গন্ধযুক্ত, কুটিল, জটিল বিশটিমাখা'' কোবতের মর্ম বুঝতে ঘিলু প্যাচানিতে ঢাকা। [''বি.দ্র- কোন শব্দ বা বাক্যের জন্য লেখককে কোনো প্রশ্ন করা বা উত্তর প্রাপ্তির চিন্তা গ্রহনীয় নয়]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.