আমাদের কথা খুঁজে নিন

   

এই নগরে বৈশাখ

একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি

পিচ ঢালা পথটা ঘেমে উঠার আগেই শেষ হবে ছায়ানটের অনুষ্ঠান । তারপর যান্ত্রিক শহরের মানুষ গুলো ছুটবে প্রিয়জনদের সাথে নিয়ে মঙ্নগল শোভা যাত্রায় নতুন বছরকে বরণ করে নিতে আর সব অমঙ্গলকে দূর করে দিতে । ফাঁকে কিন্তু বাদ যাবেনা ইলিশের সাথে পান্তা খাওয়া,ইলিশ পান্তা না খেলে কি আর বৈশাখ হয় ?তারপর বৈশাখী মেলা,নাগর দোলায় মেতে উঠবে এই শহরের সপ্তাহে সাত দিন ব্যাস্ত থাকা মনুষ গুলো । নতুন বছরকে বরণ করে নিতে রমণীদের অপরূপ সাজ ম্লান করে দিবে আজ সূরযের সব আলোকে । হে বৈশাখ তুমি ফিরে ফিরে এসো এই নগরে ! সবাইকে বাংলা১৪১৮সালের শুভেচ্ছা সাথে দাওয়াত রইল টি এস সি তে কনসারট দেখার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।