রাত আজ বেশ নীরব । কি লেখা যায় তাই নিয়ে ভাবছি । বেশি ভেবে কিছু করা যায় না । তাতে সময় ক্ষেপণ হয় । যা করার দ্রুত করে ফেলাই ভালো ।
পরে যখন এই কাজটাই আবার সময় নিয়ে দেখা হয় তখন ভেবে অবাক হই এটা কি আমার করা । আমি বারবার এই পরিস্থিতির মধ্যে পরেছি । তাই আজ মনে যা আসছে তাই লিখছি । লেখা কেমন হল া কি লিখলে ভালো হতো বা আরও ভালো করা যেত তা নিয়ে চিন্তা করছি না । লিখতে বসে মনে যা আসছে তাই লিখে চলেছি ।
প্রতি বছর এই দিন এলে আমি কিছু না কিছু লিখি । কেন লিখি তা জানি না । তবে লিখে আনন্দ পাই । এই যেমন গত বছর এই দিনে আমার জ্বর ছিল । সারা শরীর ব্যথা ছিল ।
তারপরেও বারোটার পর ছয় সাত লাইন লিখে ছিলাম । লিখতে কষ্ট হচ্ছিল তবুও লিখেছিলাম । প্রতিবার কিছু লেখার পর সাথে সাথে একটা কবিতা ও লিখতাম । আজ চিন্তা করছি লিখবো কিনা । অবশ্য আজ কবিতা আমার মন থেকে বের হবে কিনা জানি না ।
হয়ত লিখব ।
এতক্ষণ ধরে যে প্যাঁচাল পারলাম তাতে মনে হয় কেউ কেউ মনঃক্ষুণ্ণ । হয়ত বলছেন ব্যাটার মাথা নষ্ট । কি আবোলতাবোল লিখছে । আগা মাথা নাই ।
কেউ মনে হয় ধরতে পারেন নাই । এই ভাবে লেখার কারণ । আচ্ছা আমি বলে দিচ্ছি এই লেখার কারণ । আজ আমার জন্মদিন । দুই বছর আগে এই দিনে একটা কবিতা লিখে ছিলাম ।
লিখে কি করেছিলাম জানেন । ওহো ভুল হয়ে গেছে । আপনাদের তো জানার কোথা না । বলছি সেটা । নিজেকে উৎসর্গ করেছিলাম ।
এমন কাজ কেউ করেছে কি না জানি না । তবে আমি করেছিলাম । হা হা হা নিজের লেখা কবিতা নিজেকে উৎসর্গ । পুরাই পাগলামি । পাগলামি হোক বা ঠাণ্ডা মাথার কাজ হোক বিষয়টা কিন্তু দারুণ লেগেছিল আমার কাছে ।
আজকের এই লেখাটা কি করবো ভাবছি । বেশি ভাবা যাবে না । আচ্ছা এই লেখাটা সব ব্লগার কে আমার পক্ষ থেকে উপহার হিসেবে দিচ্ছি । এটা একটা লেখা । কেউ এটা সিরিয়াস ভাবে নেবেন না ।
শুধু আমি আমার মনের কথা গুলো লিখে গেলাম ।
সকাল বেলা আমি বের হব বাইরে । আমার ইচ্ছা এবার কিছু ব্যতিক্রম করার । আমি চিন্তা করে দেখলাম এবার যদি পথ শিশুদের কিছু একটা কিনে খেতে দেই তবে কেমন হয় । আমার কল্পনায় যেমন দেখছি আমার সামনে কিছু পথ শিশু দাড়িয়ে আছে , আমি তাদের হাতে খাবার দিচ্ছি ।
তাদের সবার মুখে হাসি । সেই হাসি সবার মাঝে ছড়িয়ে পড়ছে । দেখতে দারুন লাগছে । কি সুন্দর দৃশ্য । আহ কি শান্তি ।
আমি এইবার এই কাজটা করবো । বাস্তবের অনুভূতি যেন কল্পনার চেয়েও সুন্দর হয় সেই আশা করি ।
( ০২/১১/১২ , মিরপুর, ঢাকা – ১২১৬)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।