একপাল ধর্মশুয়োর আছে যারা দিনে ফরজ নামাজ কয় ওয়াক্ত তা না জানলেও কী করে যেন, কোন কোন কাজ ইসলাম বিরোধী আর কোনটা ইসলাম বিরোধী না তা ঠিকই বুঝে ফেলে। আর তাদের ধারণা মানুষ সারাদিন যা করে সবই ধর্মকর্ম। রবীন্দ্রনাথের গান শুনলে মনে করে রবীন্দ্রনাথের পুজা করতেছে, বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিলে মনে করে বর্ষপুজা করতেছে, লালনের গান শুনলে মনে করে লালনের পুজা করতেছে।
আর মধ্যযুগের আরবরা যা করে নাই তার সবকিছুই তাদের কাছে অনৈসলামিক। বাঙালি সংস্কৃতি আর বাংলা ভাষাকে অনৈসলামিক বলে প্রচারণা চালানো এদের কাছে নতুন কিছু না। সারা পৃথিবীর সব কালচার ধ্বংস করে আরবীয় কালচার প্রতিষ্ঠা করার আগে তারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করবে না কোনদিন। এদের ইগনোর থেরাপী দেয়াই বাঞ্চনীয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।