পুঁজিবাজারে কারসাজির সঙ্গে বেক্সিমকো গ্রুপকে জড়িয়ে সংবাদ পরিবেশন উদ্দেশ্যমূলক বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। তারা বলছে, তদন্ত প্রতিবেদনে গ্রুপের কারো নাম উল্লেখ না করা হলেও বিভিন্ন সূত্র ধরে সালমান এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির সুনাম ক্ষুণ্ণের চেষ্টা চলছে।
পুঁজিবাজারে অস্থিরতার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গত বৃহস্পতিবার সরকারের কাছে প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদন সরকার প্রকাশ না করলেও তার ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে কারসাজিতে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান জড়িত বলে উল্লেখ করা হয়।
মঙ্গলবার বেক্সিমকো গ্র"পের এক বিবৃতিতে বলা হয়, পুঁজিবাজার কারসাজি বা সাম্প্রতিক শেয়ারবাজার বিপর্যয়ের সঙ্গে সালমান রহমান বা বেক্সিমকো গ্র"পের কোনো ধরনের সম্পর্ক রয়েছে বলে তদন্ত প্রতিবেদনে কোনো সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়নি।
"প্রতিবেদনের কোথাও সালমান রহমান বা বেক্সিমকোকে শেয়ার বিপর্যয়ের জন্য দায়ী করা না হলেও রিপোর্টে (সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন) অপ্রাসঙ্গিকভাবে বেক্সিমকো গ্র"পের কয়েকটি কোম্পানিকে কাল্পনিক অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ ও বহির্বিশ্বে সালমান রহমান ও বেক্সিমকোর ভাবমূর্তি ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যেই এটা করা হয়েছে। "
"আমাদের বিশ্বাস, কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অনেকে এ রিপোর্টে (পুঁজিবাজার তদন্ত) তথ্যের অপব্যাখ্যা করে বেক্সিমকোকে শেয়ারবাজারে অনিয়মের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করার অপচেষ্টা চালাচ্ছেন। এ ধরনের অপপ্রয়াসের একমাত্র উদ্দেশ্য, বেক্সিমকোর শীর্ষ কর্তৃপক্ষকে হেয় করা", বলেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবারটি।
বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বক্তব্যের ব্যাখ্যা বেক্সিমকো গ্র"প শিগগিরই দেবে বলে বিবৃতিতে বলা হয়।
এতে বলা হয়, ৩ লাখ শেয়ার হোল্ডার, ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে গড়া বেক্সিমকো গ্র"প কোনো ধরনের বিধি বহির্ভূত ও অনৈতিক কাজে জড়িত নয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশেন ফর পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি সালমান নিজেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন।
প্রতিবেদন দাখিলের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারিভাবে 'আসল দোষীদের' নাম প্রকাশ করা হলেই সব সন্দেহের অবসান হবে।
অপ্রকাশিত ওই প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে- সেগুলোকে 'গালগল্প ও কানকথা' বলেও উল্লেখ করেন সালমান।
তদন্ত প্রতিবেদনটি দ্রুত প্রকাশের দাবিও জানান তিনি।
সত্যি কি তাই মনে হয় ??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।