আমাদের কথা খুঁজে নিন

   

আমার অনলাইন থেকে আয় ও কিছু পিটিসি সাইট।

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

অনলাইন থেকে আয় করার প্রচুর সাইট আছে। ঘরে বা অফিসে বসে বিনা পুজিতে শুধুমাত্র দিনের সামান্য কিছু সময় ব্যয় করে এই অর্থ আয় করতে পারেন। এ জন্য যেটা করতে হবে প্রথমে অনলাইন থেকে অর্থ উত্তোলনের জন্য একটা একাউন্ট তৈরী করে নিতে পারেন। তা হতে পারে পে-পাল অথবা এলার্ট পে। তবে আমি এলার্ট পে-তে একাউন্ট খুলেছি।

- আপনারা আমার নিচের এই লিংক থেকে এলার্ট-পে তে একাউন্ট খুলতে পারেন। এতে আপনার সাথে সাথে আমারও কিছু লাভ হবে। কারণ ১০টি রেফারেস-এর জন্য আমি ১০ ডলার পাব। Click This Link আর যে সাইট থেকে আমি মোটামুটি ভাল উপকার পাচ্ছি তার লিংক- http://bux.to/?r=monjur76 http://www.neobux.com/?r=monjur76 http://www.buxtooth.com/?r=monjur76 আপনার কাজ হলো আর্নিং সাইটগুলোতে শুধু ক্লিক করে, অন্য কাউকে রেফারেন্স দিয়ে অর্থ আয় করতে পারেন। রেফারেন্স থেকে অর্থ আয় : কেউ যদি আপনার রেফারেন্স ব্যবহার করে অর্থ আয় করে, তার আয়ের অর্থ থেকেও আপনি কমিশন পাবেন।

সুতরাং অন্যকে জানালে সে যদি আপনার রেফারেন্সটা ব্যবহারে রেজিষ্ট্রেশন করে এতে আপনিও উপকৃত হবেন। আমি জানি আমার থেকে অনেক বেশি বিজ্ঞ লোক এই সামুতে আছেন। অনলাইন থেকে আয় করার আরও কিছু সাইট জানা থাকলে দয়া করে আমাকে জানাবেন। আপনার সুচিন্তিত মতামত আমজনতার উপকার হবে আমি নিশ্চিত বলে দিতে পারি। সবাই ভাল থাকবেন।

তবে একটা কথা আমি মাত্র শুরু করলাম। অর্থ তোলার মত এখনও তেমন জমা হয়নি। গতকাল এ পোষ্টটি দেয়ার পর আরও কিছু নতুন আর্নিং সাইট পেয়েছি, ওগুলো নিয়ে কাজ করছি, এ সম্পর্কে বিস্তারিত আরও পরে দিচ্ছি। মনে রাখবেন, এটা আপনার মূল পেশা না। আপনি অন্য কোন কাজের ফাঁকে ফাঁকে অনলাইন থেকে এ অতিরিক্ত আয় টুকু করতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।