আমাদের কথা খুঁজে নিন

   

ফোল্ডারকে ফাইল বানান,অথবা অনেকগুলো ফোল্ডারকে মাত্র একটি ফাইল বানান



কিন্তু কিভাবে ? http://www.rarlab.com/ এই সাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করে নিন । এখন উইনরার (winrar)প্রোগ্রামটি চালু করুন । এখন যে ফোল্ডারটি/ফোল্ডারগুলোকে ফাইল বানাতে চান সেগুলো সিলেক্ট করে প্রোগ্রামটির এড বাটনে ক্লিক করুন । অনেকগুলো অপশন নিয়ে একটি ডায়ালগ বক্স আসবে, কোন সেটিং পরিবর্তন করতে না চাইলে জাস্ট ওকে তে ক্লিক করুন । সাথেসাথে দেখবেন .rar/.zip এক্সটেনশন যুক্ত একটি ফাইল তৈরি হয়েছে ।

এখন ইচ্ছে করলে যেকোন সময় rar ফাইলটিকে unrar/unzip করতে পারেন কোন ধরনের ফাইল মিসিং ছাড়া । যদি প্রোগ্রামটি পেতে কোন সমস্যা হয় তবে windows xp এর zip archive অপশন টি ব্যবহার করতে পারেন এজন্য এক্সপি এর ডেস্কটপে/ড্রাইভের কোন খালি জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করুন যে মেনুটি আসবে সেখান থেকে zip archive এ ক্লিক করুন । এর সুবিধা হচ্ছে ... অনেক সফটওয়্যার এ ফোল্ডার ব্যবহার করার সুবিধা থাকেনা এক্ষেত্রে ফোল্ডারটিকে উইনরার/জিপ ফাইলে রুপান্তর করে ইউজ করা যায় । বিভিন্ন ওয়েব সাইটে ফোল্ডার আপলোডিং করার অপশন থাকেনা , এছাড়াও মজার ব্যাপার হচ্ছে কারো কাছে ইমেইলের মাধ্যমে অনেকগুলো ছবি/ডকুমেন্ট/ফাইল/ফোল্ডার পাঠাতে হলে বারবার এক এক করে ফাইল এটাচ করতে হয়, তাই এসব না করে একবারেই জিপ/রার ফাইল করে এটাচ করলে হয়ে যায় । আরো সুবিধা হচ্ছে কম্পিউটারের বড় বড় ফাইল গুলোকে winrar প্রোগ্রামটির মাধ্যমে সঙ্কোচন(compress) করা যায় ।

এই প্রোগ্রামটির অনেক ফিচার এখানে বর্ণনা করা সম্ভব হয়নি । দয়াকরে মন্তব্য দিন যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু পোস্ট করতে পারি । আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাকে জানতে দিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।