নিঃস্বার্থভাবে সহযোগিতা করার মধ্যে রয়েছে অন্যরকম আনন্দ!
সামুতে আমার দুই বছর উপলক্ষে এই পোস্ট এ আপনাদের জন্যে বিশেষ বিশেষ কিছু আয়োজন রয়েছে। তার মধ্যে একটি তো একেবার এক্সেপশনাল। তাই পোস্ট টি না দেখলে অনেক বড় কিছু মিস করবেন। তাই সবাই কে অবশ্যই দেখার জন্যে বিশেষ ভাবে অনুরোধ করছি।
আজকের আয়োজনের শুরুতে রয়েছে সামুর সাথে আমার সম্পর্ক হওয়ার কিছু কথাঃ সামুর সাথে কবে কখন কি ভাবে দেখা হয়েছিল তা মনে না থাকলেও আমার যতদুর
মনে পড়ে গুগোল মামার মাধ্যমে পরিচয় হয়েছিল।
তবে প্রথম প্রথম সামুকে অত গুরুত্ব দিতাম না। সেই সময় অবশ্য আমার নিজের বেশ কিছু ওয়েবসাইট এবং বাংলা/ইংরেজি ব্লগ ছিল। আমি সেখানেই ব্লগিং করতাম। এক হোস্টিং কোম্পানির খপ্পড়ে পড়ে তা বন্ধ হয়ে যায়। এই তো প্রায় এক বছর হল।
সামুতে মোটামুতি ৩ বছর ধরে থাকলেও রেজিস্ট্রেশান এর বয়স হয়েছে ২ বছর শুরু থেকে আমি এখানে তেমন একটা ব্লগিং করতাম না। আমার ব্লগের পোস্ট দেখলেই বুঝতে পারবেন। খুবই অল্প পোস্ট করেছি। গত ১ মাসে বেশ কিছু পোস্ট ব্যাপক জনপ্রিয় হয়ে গেছে। তাতে আমার ব্লগিং করার ইচ্ছে টা আরো বেড়ে গেছে।
তাই ইদানিং একটু বেশিই টাইম দিচ্ছি। (তবে আমার কাজ ওয়েব ডিজাইন বা ডেভেলপ, বা ইন্টারনেট এ আয় বিষয়ক ইত্যাদি ইত্যাদি। এক কথায় ইন্টারনেট রিলেটেড কাজের সাথে জড়িয়ে আছি। তাই ব্লগিং করার সময় পায় না। )
মুল আকর্ষনে যাওয়ার আগে আমার নিচের কিছু জনপ্রিয় পোস্ট এ চোখ বুলিয়ে যান।
সামুতে আমার ২ বছর উপলক্ষেঃ বেস্ট অফ সাইফ
ডিজিটাল যুগে চোরের দিন শেষ! ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন। আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!! (অনেক জনপ্রিয় একটি পোস্ট)
প্রতিদিন ইন্টারনেট থেকে যে কোন মোবাইল বা ফোন এবং যে কোন দেশে ফ্রী কল করে সবাই কে চমকে দিন!!! - (ফ্রী জিনিস)
আনলিমিটেড ফ্রী এসএমএস এর আরও একটি নতুন সাইট সংগ্রেহে রাখুন!অবশ্যই রেজিস্ট্রেশান ছাড়া এবং ১০০% কাজ করছে (এটাও ফ্রী)
ইন্টারনেটে আয় বিষয়ক একটি পোস্ট (বড় লোক না হলেও ফকির হওয়া থেকে বাঁচবেন।
এবার সেই বিশেষ আকর্ষন যার জন্যে আপনারা এতক্ষন অপেক্ষা করছিলেন:
সামহোয়ারইনব্লগ এর সপ্তম আশ্চর্য ঘটনা গুলোর মধ্যে কাকতালীয় ভাবে ঘটে যাওয়া একটি ঘটনা!!! (সবাই অবশ্যই এটি দেখুন)
উপরের দেওয়া পোস্ট এর ঘটনা টা কিছু দিন আগের। যারা দেখেননি তাদের জন্য। আজকের বিশেষ পোস্ট এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাই কে। ভালো ভালো মন্তব করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।