সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ সম্প্রতি গুগল সার্চে একটি নতুন ফিচার যোগ করেছে। গুগল এই ফিচারটির নাম দিয়েছে ‘+১’ বা প্লাস ওয়ান। জানা গেছে, এই ফিচারটি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকে ব্যবহৃত ‘লাইক’ বাটনের মতোই কাজ করবে। খবর ম্যাশএবল-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল সার্চ রেজাল্টে দেখানো প্রতিটি লিংকের সঙ্গে এই আইকনটি দেখা যাবে।
গুগল কর্তৃপক্ষ এই আইকনটিকে বলছে, ‘পাবলিক স্ট্যাম্প অফ অ্যাপ্রুভ্যাল’।
জানা গেছে, ফেসবুকে যেমন কোনো বিষয়ে লাইক করা যায় তেমনি গুগল সার্চের কনটেন্টে ‘+১’ করা যাবে। এর ফলে পছন্দের লিংকের সঙ্গে নাম যোগ হবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল সার্চের এই ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরীক্ষামূলক এই ফিচারটি ব্যবহার করতে প্রথমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
এরপর ‘জয়েন দ্য এক্সপেরিমেন্ট’ অংশে ক্লিক করতে হবে। তারপর গুগল সার্চ ব্যবহার করে যেকোনো বিষয় সার্চ করে তাতে ‘+১’ করা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।