আমাদের কথা খুঁজে নিন

   

সাপটির নাম ‘মিয়া’!!!!!


মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রঙ্কস চিড়িয়াখানার বহুল আলোচিত সেই গোখরা সাপটির নাম দেয়া হয়েছে ‘মিয়া’। যার বাংলা অর্থ হচ্ছে ‘কাজের সময় হারিয়ে যাওয়া’। ইংরেজিতে মিসিং ইন অ্যাকশন। ৬০ হাজার মার্কিনির ভোটে বৃহস্পতিবার এ নামটি চূড়ান্ত করা হয়। এর আগে সেমিফাইনালে ৫টি নাম উঠে এসেছিল।

সেগুলো ছিল ক্লিওপেট্রা, মিয়া, সুবিরা, এম্যুনেট এবং এগনেস। নিউইয়র্ক সিটিতে অবস্থিত ব্রঙ্কস চিড়িয়াখানা থেকে ২৫ মার্চ উধাও হয়ে যায় মিসর থেকে আনা বিষধর ওই সাপটি। ঘটনাটি সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। নিউইয়র্ক সিটির পুলিশসহ পশু বিশেষজ্ঞরা মাঠে নেমেছিলেন সাপটির খোঁজে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

অবশেষে নিখোঁজ হবার ৬ দিন পর চিড়িয়াখানার ভেতরেই বদ্ধ একটি স্থানে তাকে পাওয়া যায়। এরপর সাপটির নাম ঠিক করার উদ্যোগ নেয় নিউইয়র্কের ডেইলি নিউজ পত্রিকা। তারা যোগাযোগ করে ব্রঙ্কস চিড়িয়াখানার পরিচালনা সংস্থা ‘উয়াইল্ডলাইফ কঞ্জারভেটিভ সোসাইটি’র সঙ্গে। অনলাইনে নাম আহ্বান করা হয়। মিয়া নামটির পক্ষে ভোট পড়েছে ৫৯ হাজার।

উদ্ধার হওয়ার সময় তার স্বাস্থ্যের অবস্থা খারাপ ছিল না। নিখোঁজ হওয়ার পর সে সেলিব্রেটিতে পরিণত হয়। মাত্র এক বছর বয়েসী ‘মিয়া’ ২০ ইঞ্চি বা ৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়েছে। বয়স যত বাড়বে তত লম্বা হবে এবং তা ৯ ফুট পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.