আমাদের কথা খুঁজে নিন

   

কনছেন দেহি.......আইজক্যা কাগুরা কত্তে দুর যাবে??

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)

অষ্ট্রিলিয়ারা আস্তে ধীরে খেইল্ল্যা দেইখ্যা শুইন্নাই আইজ ২৭০ করলো.......... আমগো কপাল ভালো যে ষ্টাইলে শুরু করছিলো............তারপরেও বোলারা অগো ৩০০এর নীচে আটকাইবার পারছে। কিন্তু সেই চির পরিচিত মিরপুর লাকি গ্রাউন্ডে এসে এই টাইগার বাহিনী কদ্দুর যাইবো............২ভাইজান অলরেডি বেশি রৌদ্রে স্কিন কালো হওনের ডরে ড্রেসিংরুমে এসির হাওয়া খাইবার গ্যাছে.......। বাইরে যা গরম.......এম্নিই সাকিব পুলাডায় আগেই অষ্ট্রিলিয়ারে জয়ী ঘুষনা কইরা খেলতে গ্যাছে...........। আমগো পুলাপাইন কি ১০০ করাবার পার্বো ? না আবার সেই বিশ্বকাপের কথা মাথায় রাইখ্যা ৬০-৭০ এ গিয়াই অফ যাইবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।