অযথা ক্যাচাল পছন্দ না, তাই তালগাছবাদীরা দূরে থাকুন
airtel বাংলাদেশে আসলো নাম মাত্র মুল্য দিয়ে কিনে নিলো warid কে। ভিতরে কত টাকা দেন দরবার হয়েছে জানিনা কিন্তু আমরা একটা দিকে একটু আশায় ছিলাম ভারতে যে সুযোগ সুবিধাগুলো তারা দিচ্ছে নেট স্পীড ও কলরেটে, তা যদি এখানে ও দেয় তাতে অন্তত হারামীর ফোনের টনক নড়বে পাশাপাশি অন্য কোম্পানীগুলো ও সাধারণ মানুষের কথা ভাববে? যদিও আমরা সবচেয়ে কমরেটে কথা বলি, কিন্তু এটাও তো ভেবে দেখতে হবে আমাদের আয় কত, তার কতটা অংশ আমরা মোবাইলের পিছনে খরচ করছি।
যাই হোক কথা হচ্ছে কথা তা না, airtel কি শুরু করছে নেটওয়ার্ক নিয়ে? যারা এইটা ব্যবহার করি তাদের আর কিছু মনে হয় বলতে হবেনা। জঘন্য রকম নেটওয়ার্ক ব্যাবস্থা, কল তো দুরের কথা ব্যালেন্স ই চেক করতে পারছিনা। মনে পরে প্রথম যখন airtel এর লোগো সর্বত্র ব্যাবহার শুরু করল তখন ভ্যালেন্টাইন ডে, কি যে অবস্থা হইছিলো ওদের নেট এর।
তা ঠিক হইতে তো কয়েকদিন লেগেছিল। ওরা ভাবছে বাংলাদেশ গরীব দেশ যেমনে দিবো ঐভাবেই চলবে, কিন্তু বাঙালীদের ভালোবাসার এক ধাক্কাই সহ্য করতে পারলোনা আবার ব্যাবসা করবে!!!! এখন আবার কয়দিন ধরে শুরু হইছে এমন নেটওয়ার্ক নিয়ে ব্যাবসা করাও হারাম। ফূল নেটওয়ার্ক শো করছে কিন্তু ব্যালেন্স ই চেক করতে পারছিনা। বিদ্যুৎ না থাকলে ও এমন অবস্থা হয়। ফকির নাকি জেনারেটর কিনতে পারেনা??
ভালোবাসার টানে পাশে/কাছে আনে!!! এমন অবস্থা যারা প্রেম করে প্রেমিকারা তো যাইব ই সাথে সাথে কপালে আর ও দুর্ভোগ ও পোহাতে হবে।
ঘর সংসার আর ঠিক থাকবোনা।
যাই হোক এইসব দুঃখের কথা বিনীত আর অবিনীত ভাব মিলিয়ে একটা মেইল পাঠালাম মাত্র ওনাদের কাছে, দেখি কি সুন্দর করে উত্তর দেয়। মেইলটা আপনাদের ও দেখাই
Hello
As we know airtel is an indian brand and it is one of the best company in india. so when we heard that it is coming in our country purchasing warid. we were so happy hoping that we will get better service in call rate and internet. but we are observing that it is worse than warid. i can remember that we noticed first in valentine day. if you can not handle only the romantism of bangladeshy. then what will you do? after that day we are facing lots of net. problem in making calls. the calls are cut off after some seconds only. and from last some days it is unbearable. and when electricity power cut off, we can not think about making a call. why? can't airtel buy a generator/ips? where in india you are giving one after one better service then what did we? you closed 30 sec. pulse and in making call it cuts off after 7 sec. and cuts full charge of a mints.
we hope better service from airtel. so please think about ourselves because business does not mean just only profit it also means service. so don't give one sms regularly and hampers the network traffic. think about us
thanks
Pongkoj
ভয়ানক পেইন এ আছি, ভাবতেছি রবির হাতই ধরব নাকি.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।