জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।
দুঃখবোধের সরলতা কলমের নিবে ঝরে পড়ে;
যেনো পাহাড়ের গা ছুঁয়ে চুঁয়ে চুঁয়ে কান্না তার -
ঝরনার ছলে অবিরাম গড়িয়ে যায়- নিয়তঃই;
আমাদের প্রতিদিনকার প্রগাঢ় ভালোবাসাগুলো
মৃত সারসীর ন্যায় মুখ থুবড়ে পড়ে রয় অবিন্যস্ত -
জলাঙ্গীর ঢেউয়ে আছড়ে পড়ে ফেনায়িত মুখ তার;
স্বপ্নগুলো ক্রমশঃই অপসৃয়মান কুয়াশার শরীরে
যেমন ঢেকে যায় শর্ষে ক্ষেতের তীক্ষ্ণ হলুদ তান্ডব।
মনে পড়ে,কবে ? কোন এক বসন্ত-রাতের দ্বিপ্রহরে -
চৈতালী চাঁদনী মায়ার জাল ছড়িয়েছিলো এক স্বপ্ন;
পরস্পর হাত ধরাধরি করে ধীর পদলয়ে চলেছি আমরা
অজানা সীমান্ত-রেখাকে লক্ষ্য করে - তুমি আর আমি;
কখন যে ছুটে গেলো হাতের বন্ধন কেউ পাইনিকো টের
আজ দু’জনের বসবাস একই গ্রহের বিপরীত মেরুতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।