গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে এনেছে আসুসের এস৫৬সিবি মডেলের আল্ট্রাবুক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে হালকা-পাতলা গড়নের এই আল্ট্রাবুকটিতে রয়েছে সুপার-মাল্টি ডিভিডি রাইটার।
আল্ট্রাবুকটিতে রয়েছে এনভিডিয়া জিফোর্স জিটি৬৩৫এম চিপসেটের ২জিবি ডেডিকেডেড ভিডিও মেমোরির গ্রাফিক্স, ২.০ গিগাহার্টজ গতির ইনটেল ৩য় প্রজন্মের কোরআই-৭ প্রসেসর, ১৫.৬-ইঞ্চি ডিসপ্লে, ৬ জিবি র্যাম, ২৪ জিবি এসএসডি, ৭৫০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, গিগাবিট ল্যান, এইচডি অডিও, ওয়েবক্যাম, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট প্রভৃতি।
আল্ট্রাবুকটির মূল্য রাখা হয়েছে ৭৩,৫০০ টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।