ভাবনা গুলো সুধায় মোরে ... এতো কিছু ভাবি... তবু ... কেন ভাবিনা তারে!
আমার এক বন্ধুর ব্লগে নিউজ টা পড়ে খুব মজা পেলাম। তাই আমার ব্লগে শেয়ার করলাম। আশা করি অন্যরা সহজ ভাবে নেবেন। আমার বন্ধু যা লিখেছে এবং আসল খবরের লিংক দু'টোই নিচে দেওয়া হলো ...........
মিলা লিখেছে-
বহুবার শুনেছি, দেয়ালে পিঠ ঠেঁকে গেলে মানুষ নাকি ঘুরে দাড়ায়। বেঁচে থাকার তাগিদে জীবন যুদ্ধে নামে বেপরোয়া ভাবে।
নিজের অবস্থান, সামাজিকতা সব ভুলে যেন একটাই ধ্যনে মগ্ন হয়, "আমাকে বাঁচতে হবে। কাপুরুষের মত পালাবো না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে হবে আমাকে, কারন আমি মানুষ। "
কিন্তু একটা খুদ্র জীবের ক্ষেত্রেও কি এমন টা হয়? পশুরা তো পালিয়ে বাঁচতে চায়। Discovery channel -এ এমন টাই দেখি।
শুধু তা কেন .... বাসার দেয়ালের টিকটিকি টা যখন কোন পোঁকা ধরতে চায়, অথবা একটি বিড়াল কোন ইঁদুর কে, এমন ই তো হয় সব সময়! কিন্তু তায়ওয়ানে ঘটে যাওয়া ঘটনাটি পড়ে চরম অবাক হয়েছি। মজাও পেয়েছি। কখনো কখনো দুর্বলের হাতেও যে সবলের করুন পরিণতি হয় তা ই যেন প্রমাণ হলো আর একবার।
একটি ইঁদুরে কামড়ে প্রাণ হারালো বিষাক্ত ভাইপার সাপ। খুবই অবিশ্বাস্য হলেও কথাটি সত্য।
দীর্ঘ ৩০ মিনিটের লড়াইএ অনবরত কামড়ের পর শরীর ক্ষতবিক্ষত হয়ে মারা যায় সাপ টি। অথচ ইঁদুর টির গায়ে একটি আচড়ও পরেনি, প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে। সাপ টির মধ্যাহ্নভোজের জন্য দেওয়া হয়েছিল ইঁদুর টি কে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।