জানলা খোলা তোমার চোখ আর তোমার খোলা চুল
খুব যতনে করায় গণিত ব্যকরণে ভুল
তুমূল হেলায় তুমি এবং তোমার গাড়ির গ্লাস
মেঘের স্কুলে শেখায় আমায় বিভাজনের ক্লাশ।
আমি তারপরেও স্বীকার করে দুরুত্বটা ঘুচি
তুমিই আমার পাঠ বালিকা আমার পাঠসূচি
এক হওয়া পথ আজ এসময় বাস্তবতায় লীণ
হারায় বিকেল বাড়ায় আমার বির্বণতার দিন
স্বপ্নহীনতা করে দেয় রাতকে কুচিকুচি
তুমিই আমার পাঠ বালিকা আমার পাঠসূচি।
আমার ভেতর জুড়ে আজো তোমার আসন বেদি
তুমি মেয়ে ভীষণরকম খামখেয়ালী জেদি।
শীতল মাটি ছোঁয় না তোমায়, আকাশ অভিরূচি
তুমিই আমার পাঠ বালিকা আমার পাঠসূচি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।