গুগল ক্রম ব্যবহার করে অনেক শান্তি পাই।
আমার মতে সবচেয়ে সেরা ইন্টারনেট ব্রাওজার।
কিন্তু আমি গুগল ক্রমতে বাংলা দেখতে পারছি না।
অনেক চেষ্টা করলাম কিন্তু হলনা।
সাম হএয়ার এ শুধু পোস্ট গুলো দেক্তে পাই।
কিন্তু বাকি লেখা গুলো পারিনা।
যেমনঃ অনলাইনে আছেন অংশের ছবি গুলোর উপর এ মাউস রাখলে লেখা গুলো বক্স বক্স দেখা যায়।
এখন কিছু বাংলা দেখা , কিছু বাংলা দেখায়ে না।
ফাইসবুক এ তো বাংলা দেখেতেই পাইনা।
কেমন যেন বক্স বক্স দেখা যায়।
ব্লগ বাসিন্দারা সাহায্য করুন।
আমাকে মেইল করতে পারেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।