আমাদের কথা খুঁজে নিন

   

দালাইলামার সঙ্গে আমির

তিব্বতি ধর্মীয় নেতা দালাইলামার সঙ্গে রোববার ভারতের পুনে শহরে সাক্ষাৎ করেছেন বলিউডি অভিনেতা আমির খান। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
পুনে শহরে ২৮ জুলাই দালাইলামার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন আমির। তারা দুজন একে অপরের শৈশব স্মৃতি নিয়ে কথা বলেন।
আমিরকে তিনি বলেন, “ভালোবাসা এবং এবং সহমর্মিতাই হল আমার ধর্ম।

আমার এই অবস্থানে থাকার কারণ শৈশবে মায়ের কাছ থেকে পাওয়া ভালোবাসা এবং সহমর্মিতার শিক্ষা। অশিক্ষিত গ্রাম্য নারী হওয়া সত্তে¡ও আমার মা ছিলেন অসাধারণ একজন মানুষ; চারপাশের সব মানুষের প্রতি তার ছিল অপরিসীম ভালোবাসা এবং দয়া। ” 
মায়ের কাছ থেকেই মানুষকে ভালোবাসার শিক্ষা পেয়েছিলেন অভিনেতা আমিরও; দালাইলামাকে সে কথাই জানান তিনি।  
আমির বলেন, “ছোটবেলায় আমি খুব ভালো টেনিস খেলতাম। প্রত্যেকবার যখন আমি খেলা শেষে বাড়ি ফিরতাম মা আমাকে জিজ্ঞেস করতেন, আমি জিতেছি কি না।

আমি প্রত্যেকবারই বলতাম জিতেছি। তখন মা আমাকে আনন্দে জড়িয়ে ধরতেন। তারপর মা আমাকে বলতেন যে ছেলেটা হেরে গেছে তার মাও তাকে জিজ্ঞেস করবে সে জিতেছে কি না, আর তখন সে মন খারাপ করে বলবে সে জেতেনি। তখন তার মায়ের নিশ্চয়ই কষ্ট হবে। আমার মা সবসময়ই অন্যদের কথা ভাবতেন।

মানুষের প্রতি তার ভালোবাসা থেকে আমি অনেক কিছু শিখেছি। ”
রোববার একটি বিশেষ অনুষ্ঠানে দালাইলামার সঙ্গে সাক্ষাৎ করেন আমির। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন আমিরের বোন নিখাত খানসহ অনেকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।