আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগে রংপুর

<<মধ্যরাতের হাইওয়ে>>

রংপুর বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি জেলা। এই জেলায় অনেক বিখ্যাত ব্যক্তির জন্ম। পুরাকীর্তির দিক থেকেও এই জেলা অনেক সমৃদ্ধ। আজ এই জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে কিছুটা ধারণা দেব। পাশাপাশি কিছু ছবি।

সেই দিক এটিকে শুধু ছবি ব্লগ বললেও ভুল হবে। মর্ডান মোড় দর্শনীয় স্থান: >> বেগম রোকেয়ার বাড়ি ও স্মৃতিকেন্দ্র >> তাজহাট জমিদর বাড়ি- রংপুর জাদুঘর >> কেরামতীয়া মসজিদ >> কারমাইকেল কলেজ >> চিকলির বিল >> মিঠাপুকুর মসজিদ >> ভিন্ন জগত (থিম পার্ক) >> চিড়িয়াখানা >> সামরিক জাদুঘর এছাড়া শহরে এবং এর আশেপাশে বেশ কয়েকটি পার্কও রয়েছে। ছোট হলেও "খেয়া পার্ক" দেখতে দারুণ যাতায়াত ব্যবস্থা : একটানে চলে যাবেন "যমুনা (বঙ্গবন্ধু) সেতুর" উপর দিয়ে, রাতের বেলা দারুণ লাগে ঢাকা থেকে রংপুরগামী অনেকগুলো কোম্পনির (এসি-নন এসি) বাস সার্ভিস রয়েছে। এর মধ্যে হানিফ, এস আর, টি আর, আগমনী, গ্রিন লাইন অন্যতম। ভাড়া ২৮০ - ৬৫০ পর্যন্ত।

ঢাকার কলেজ গেট, কল্যাণপুর, গাবতলী এবং সাভার বাজার ও নবীনগর (সাভার) এ কাউন্টার আছে। সকাল থেকে শুরু করে রাত বারটা পর্যন্ত বাসগুলো রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। যেতে সময় লাগে ৬ ঘন্টা। যাত্রা বিরতি "ফুড ভিলেজে" অভ্যন্তরীণ যাতায়াত: রংপুরের অভ্যন্তরে যাতায়াতের জন্য রিকসা এবং ব্যাটারী চালিত অটো পাওয়া যায়। এ ছাড়া রেন্ট আ কার থেকে গাড়িও ভাড়া করে নিতে পারেন।

গ্যাস না থাকায় সিএনজির প্রচলন হয়নি। আবাসন ব্যবস্থা: বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল, সার্কিট হাউজ ছাড়াও রংপুরে থাকার জন্য অনেকগুলো হোটেল রয়েছে। >> আরডিআরএস (জেল রোড) >> শাহ আমানত (জাহাজ কোম্পানির মোড়) >> গোল্ডেন টাওয়ার (ঐ) >> তিলোত্তমা ( থানা রোড) >> বিজয় (জেল রোড) সুযোগ-সুবিধা ও রুম ভেদে ভাড়া ৫০০ থকে ২০০০ এর মধ্যে। এগুলো ছাড়াও আরও অনেক হোটেল রয়েছে। আরও কিছু ছবি: "শাপলা চত্বর" খেয়া পার্কের প্রবশ পথ পার্কের ভিতরে ফুল গাছ দ্রুত গতিতে এগিয়ে চলছে রংপুর বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ রংপুর বিশ্ববিদ্যালয়ের সাময়িক শহীদ মিনার মুক্তিযুদ্ধের স্বারক ভাষ্কর্য, কারমাইকেল কলেজ ইহাকে তারা বৃন্দাবন বলিয়া ডাকে রিকসাআলাদের আধিপত্য এই অটোআলারা অনেকটাই কাইড়া নিছে ! বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র কম্পাউন্ডের ভিতরে বেগম রোকেয়ার মূর্তি তাজহাট জমিদার বাড়ি বেগম রোকেয়ার বাড়ি উৎসর্গ : তাকে....! যে আমাকে ভুলে গেলেও......


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।