আজকাল নাস্তিকদের মধ্যে একটি কথা খুব বেশি শুনা যায় যে,যদি ঈশ্বর যদি থেকেই থাকে তাহ্লে বেশিরভাগ বিজ্ঞানী নাস্তিক কেন??১৯৬৯ সালে একটি রিসার্চে দেখা গেল ৩৫% বিজ্ঞানী ঈশ্বরে বিশ্বাস করে না।
সাম্প্রতিক এক রিসার্চে দেখা গেল আমেরিকার ৯০% লোক গডে বিশ্বাস করে এবং ৪০%লোক নিয়মিত চার্চে যায়।
Elaine Ecklund, and Christopher Scheitle একটি রিচার্চে দেখানো পরিসংখ্যান মতে –
Disbelief in God by Academics
Discipline %
Physics 40.8
Chemistry 26.6
Biology 41.0
Overall 37.6
Sociology 34.0
Economics 31.7
Political Science 27.0
Psychology 33.0
Overall 31.2
হ্যাঁ এটা ঠিক এ সংখ্যা আমেরিকার সাধারণ মানুষের তুলনায় অনেক কম।এ কম হওয়ার কারণ ও ব্যাখ্যা করেছে গবেষক দলটি।দেখা গেছে লেখক এভাবে বলছেন-“তাদের অনেক কাজকে বৈদতা দেয়ার জন্য তারা ধর্মীয় রীতিনীতি ত্যাগ করেছে।“
লেখক আরো বলেছেন-
A larger percentage of scientists in the United Stated are atheists compared to that in the general population. Do they disbelieve in the existence of God because of their intelligence, knowledge, and academic studies? A new study shows that disbelief is correlated with such mundane things as marital and family status and family of origin.
References:
1.Leuba, J. 1916. The Belief in God and Immortality: A Psychological, Anthropological, and Statistical Study. Boston: Sherman, French, and Company.
Leuba, J. 1934. Religious Beliefs of American Scientists. Harper's Magazine 169:291–300.
2.Ecklund, E. H. and C. P. Scheitle. 2007. Religion among Academic Scientists: Distinctions, Disciplines, and Demographics. Social Problems 54: 289–307.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।