স্বপ্নহীন স্বপ্নবাজ আমি - তারপরও স্বপ্ন দেখি| পথহারা পথিক আমি - তারপরও পথ চলি| সমাজের তথাকথিত নিয়ম ভাঙতে ভালবাসি - কিছু পারি, কিছু পারিনা| আমার বিশ্বাস - Rules are made to be broken | তাই আমি বাউন্ডুলে, আল-আমিন বাউন্ডুলে
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা কাজ খুব নিয়মিতভাবে করি - খবর দেখা। আজও যথারীতি খবর দেখছিলাম, হঠাৎ একটা খবরে স্তম্ভিত হয়ে গেলাম। সারমর্ম হল - "RAB - এর নির্মমতার শিকার হয়ে পঙ্গু হয়ে গেল লিমন হোসেন নামের এক দরিদ্র যুবক। " মাত্র এক বাক্যে শেষ করা এই ঘটনা প্রতি মুহূর্তে জন্ম দিচ্ছে নতুন কিছু প্রশ্নের। প্রথমত প্রশ্ন জাগে - জাতি হিসেবে আমরা কোন পথের যাত্রী? দ্বিতীয়ত, জাতিকে নিরাপত্তা প্রদানকারী সংস্থা কি আইনের আওতার বাইরে? শুধুমাত্তার নিজেদের সফল প্রারমান করতে তারা কি যা ইচ্ছা তা করতে পারে? বিবেকবান মানুষের মনে আজ প্রশ্ন জাগাটাই স্বাভাবিক......
যে ছেলেটির চোখে ছিল লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন তাকে নিজের সাফল্য প্রমানের জন্য RAB এর কি পঙ্গু না করলে চলত না? প্রতিদিনের মত মাঠ থেকে গরু আনতে গিয়ে লিমন যে পঙ্গু হয়ে ঘরে ফিরবে তা কে জানত!!!!! কিন্তু এমনটাই হয়েছে তার সাথে।
RAB - ৮ এর জনৈক বীর তার বীরত্ব প্রকাশে লিমনের পায়ে গুলি করে তাকে পঙ্গু করেছে। কত সহজে বলছি কথাগুলো!!!! কিন্তু এই ঘটনার নির্মমতা যে কত তা একমাত্র লিমন আর তার পরিবার উপলব্ধি করছে। ইটের ভাটায় কাজ করে অর্থ আয় করে, সে অর্থে লেখাপড়া করে বড় হওয়ার মত নিষ্পাপ ও মহৎ স্বপ্ন দেখার সাহস কতজন মানুষ দেখতে পারে তা আআর জানা নেই। আর কেউ না পারলেও লিমন পেরেছিল। কিন্তু তার স্বপ্ন আজ ধ্বংস হয়েছে আমাদের একটি নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যাবহারের কারনে।
আর কতদিন আমাদের এই বাহিনী ক্রস্ফায়ার বা বন্দুকযুদ্ধের নামে মগের মুল্লুক কায়েমের কাজ তরান্বিত করবে?
এই ঘটনার পর RAB এর আইন ও জনসংযোগ শাখার পরিচালক বলেছেন "এরকম একটি পরিস্থিতিতে যেকোন পক্ষের কেউ আহত বা নিহত হতে পারে। কিন্তু আল্লাহর রহমতে কেউ নিহত হয়নি, একজন গুলিবিদ্ধ হয়েছে। " কতটা দায়িত্তহীন বক্তব্য!!!! যেন একজন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হওয়াটাই নিয়ম আর এটাই স্বাভাবিক। আর কতদিন এভাবে নিরীহ মানুষ ক্ষমতার অপ্যব্যাবহারের বলি হবে?!?!?!
আজ চারিদিকে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি। আরও কিছুদিন চলবে এই ঘটনা, থাকবে পত্রিকার HOT CAKE............তারপর চলে যাবে সবার চোখের আড়ালে।
থেকে যাবে শুধু লিমন ও তার পরিবারের দীর্ঘশ্বাস আর লিমনের পঙ্গুত্ব। লিমনের এই পঙ্গুত্তের জন্য দায়ীরা থেকে যাবে ধরা ছোঁওয়ার বাইরে। তারপর হয়ত আবার কোন লিমন বা মাসুম বা বাপ্পি - র নাম নিয়ে ফিরে আসবে এমনই কোন ঘটনা। তারপর আবার ইতিহাসের পুনরাবৃত্তি। ।
আমারা জাতি হিসেবে এরকমই। কিন্তু এরকম হওয়াটা জাতিগতভাবে আমাদের কোন দিকে নিয়ে যাবে? তাই সবশেষে ব্লগার ও সমগ্র জাতির কাছে নিবেদন - " জাগো জাতি জাগ......কাল ছিল মাসুম, বাপ্পি...... আজ হল লিমন.........কাল হয়ত আমি, আপনি বা আমাদেরই কোন প্রিয়জন............তাই সময় থাকতে জাগো জাতি...........................।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।