ব্যব¯'াপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতি সুপ্রিমকোর্টে বৈধ হলেও ড. ইউনূস গতকাল দিনভর অফিস করেছেন। সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সমর্থন চেয়ে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ কয়েকটি দেশের প্রভাবশালী ব্যক্তি এবং জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, এডিবিসহ কয়েকটি আন্তর্জাতিক সং¯'ার দায়িত্বশীল ব্যক্তিদের ই-মেইলে ও ফ্যাক্সে চিঠি পাঠা"েছন। ইংরেজিতে চিঠির ড্রাফট নিজেই করছেন। টাইপ করতে ও ই-মেইল করতে সাহায্য নিয়েছেন আ¯'াভাজনদের।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, আপিল বিভাগের রায় ফেরত নেওয়ার বিষয়ে শুনানির পরবর্তী তারিখ ২ মে নির্ধারণের পর গতকাল গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা ইউনূসের কাছে জানতে চেয়েছিলেন, আদালতের রায় পক্ষে যাওয়ার কোনো আশা আছে কী না।
জবাবে ইউনূস তাদের বলেছেন, আসলে কিছু হবে না, আমার থাকা হবে না। আপনারা কাজ করেন। আমি না থাকলেও গ্রামীণ ব্যাংক থাকবে।
সুত্র আরো জানায়, ইউনূস গতকাল শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে হিসাব-নিকাশ আপডেট করছেন। গ্রামীণ ব্যাংক এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যত নেতৃত্ব নিয়ে দুই-চারজনের সঙ্গে পরামর্শও করছেন।
আদেশ প্রত্যাহারের আবেদনে চূড়ান্ত শুনানি পর্যন্ত প্রায় ২৫ দিনের সময় পুরোপুরি কাজে লাগাতে চান তিনি। আগামী দুই/তিন দিনের মধ্যে এর কৌশল ঠিক করা হতে পারে। কয়েকটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, গতকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার থেকে শুর" করে জিএম ও ডিএমডিসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিতর্কিত ব্যক্তি যেন গ্রামীণ ব্যাংকের দায়িত্ব নিয়ে প্রবেশ করতে না পারেন, সেজন্য বৈঠকে তিনি সকলকে একযোগে আন্দোলনের প্র¯'তি নিতে বলেন।
এদিকে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম যথারিতি চলছে। ঋণ বিতরণ ও আদায় হ"েছ সারাদেশে। প্রধান কার্যালয়ে বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী আদালতের রায় ও ব্যাংকের ভবিষ্যত নিয়ে আলোচনা করে সময় কাটান। তবে ব্যব¯'াপনা পরিচালকের অফিসের কর্মরতরা ব্যস্ত সময় কাটা"েছন বলে জানা গেছে।
এদিকে চাকরিচ্যূত আট হাজার কর্মকর্তা-কর্মচারীদের গতকাল দুপুর ১২টায় আনন্দ মিছিল করার কথা থাকলেও আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার কারণে তা ¯'গিত করা হয়েছে বলে জানিয়েছেন আহ্বায়ক মাসুম সরকার।
অপরদিকে আদালতের রায়ে হেরে গেলেও ব্যব¯'াপনা পরিচালক হিসেবেই ড. মুহাম্মদ ইউনূসকে পুনর্বহাল করার দাবিতে ইউনূস সমর্থক কর্মকর্তা-কর্মচারীরা প্রধান কার্যালয়ের সামনের সড়কে ব্যানার নিয়ে দুপুরে আধাঘন্টা মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
যঃঃঢ়://ধসধফবৎংযড়সড়ু.পড়স/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।