আমাদের কথা খুঁজে নিন

   

পিনিগের ছন্দে ছন্দে চাক্কা ছাড়াই ৪ মাইল পথ পাড়ি

মেঘ বলেছে যাব যাব
বাছাধন মহার্ঘ বস্তু পান করে পিনিগ উঠিয়েছেন বেশ ভালোই। মাতলামির শীর্ষে না পৌছা পর্যন্ত শুধুই গিলেছেন। পরে ঢুলতে ঢুলতে বাড়ি থেকে বের হলেন পার্টিতে যোগ দেয়ার জন্য। নিজের গাড়িতে করে। গাড়ি ছুটিয়ে দিলেন ঝড়ের গতিতে।

গাড়ি ছুটছে তো ছুটছে। মাতালের মাতলামিও বাড়ছে তো বাড়ছে। তিনি ভাসতে লাগলেন কল্পলোকের হাওয়াই জগতে। এদিকে কি জানি কী মনে করিয়া গাড়ির একখানা চাকা গেল খুলে। গাড়ি কাত হয়ে চলছে।

তবু তার ছোটা বন্ধ হয় নাই। কিন্তু মাতাল সাহেবের সেদিকে কোনো খেয়ালই নেই। সে আপন মনে ড্রাইভিং করছেন। এভাবে তিনি গেলেন পাক্কা ৪ মাইল। হঠাৎ রাস্তায় টহলরত পুলিশের চোখে পড়লো ব্যাপারটা।

একটি গাড়ি কাত হয়ে ছুটছে। রাস্তার পিচে ধাতব হাবের ঘর্ষণে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে চারদিকে। পুলিশ পিছু নিয়ে তাকে আটক করলো। কিন্তু মাতাল সাহেব টেরই পেলেন না যে তিনি চাকা ছাড়াই চার মাইল পথ পাড়ি দিয়েছেন। পুলিশ নিয়ে গেল তাকে ক্রাউন কোর্টে।

কোর্টে বাছাধন দোষ স্বীকার করলেও বাঁচতে পারেননি দণ্ড থেকে। আদালত বেকার এ যুবককে ১০ মাসের কারাদণ্ড দিল। এখানেই শেষ নয়। আদালত তাকে ১৫০ ঘন্টা কমিউনিটি সার্ভিস দিতেও নির্দেশ দিয়েছে। বেচারা মাতাল হয়ে কী বিপদেই না পড়লো।

তাকে তো চাক্কা ছাড়া ৪ মাইল পথ পাড়ি দেয়ার জন্য পুরুস্কত করা উচিত ছিল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.