আমাদের কথা খুঁজে নিন

   

আইরিনকে ভোট দিয়ে আমি প্রতারিত বোধ করছি।

মানুষের জন্য ভালবাসা, অন্যায়ের বিরুদ্ধে বজ্র কন্ঠ
৫৪ নং কমেন্ট আইরিন সুলতানা আমার খুব প্রিয় একজন ব্লগার। তাই যেদিন আমি শুনলাম উনি বিডি ব্লগে দলবল নিয়ে চলে যাচ্ছেন সেদিন বুকের বাম দিকে তীব্র ব্যাথা অনুভূত হয়েছিল। তারপরেও যখন শুনলাম তিনি সেরা ব্লগার হবার দৌড়ে মনোনয়ন পেয়েছেন তখন তাকে ভোট দিতে ঝাপিয়ে পড়ি। কিন্তু আজকে একটি পোস্টে জামাতি চ্যানেল দিগন্ত টিভির সাথে তার কানেকশন এবং একজন বিতর্কিত ব্লগারকে তার গান গেয়ে ব্লগাড্ডায় বরন করে নেবার ব্যাপার জানতে পেরে ভয়ানক হতাশ হয়েছি। তিনি নাকি দিগিন্ত টিভির প্রোগ্রামার এবং কোন একজন দিগন্ত টিভি দেখতে অপারাগতা জানালে তাকে কটু কথা শুনিয়েছিলেন।

আমার আশংকা হচ্ছে এই ভেবে যে তিনি কি দিগন্ত মিডিয়া গ্রুপ ক্যাটাগরি থেকে মনোনয়ন পেয়েছে কিনা। মীর কাসেম আলীর অনেক ক্ষমতা। হয়তো তার ক্ষমতাবলে আইরিন সুলতানাকে মনোনয়ন দেয়া হয়েছে। অথচ এই আইরিন সুলতানাকে আমি কত ভালবাসতাম। শুধু উনার প্রতারিত বোধ করার কারনে আমি সীমান্তে ফেলানি হত্যা নিয়ে আয়োজিত মানববন্দনে যায়নি।

অথচ সেই তিনি কিনা আমার এবং আমার মত উনাকে ভালবাসা ব্লগারদের প্রতারিত করলেন!!! যদি অভিযোগ গুলো ছাগু গোষ্ঠীদের থেকে আসতো তাহলে এমার এমন মাথাব্যাথা ছিলনা। কিন্তু অভিযোগ এসেছে স্বয়ং মুক্তিযুদ্ধের চেতনা পন্থীদের হতে। তাই বিশ্বাস না করে পারলাম না। একি ভালবাসার মর্যাদা আইরিন???প্লিজ আমার ভোট ফিরিয়ে দিন। [img|http://www.amarblog.com/uploads_user/3000/22/Ireen[1].jpg] ৩৪ কমেন্ট
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।