আমাদের কথা খুঁজে নিন

   

কলমদাদি ... একজন অসহায় মানুষের পাশে দাড়ানো ... হত্যার হুমকি ও একজন সাধারন মানুষের অস্ফুষ্ঠ আর্তনাদ

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা
মানুষ... শুনতে একটু কেমন জানি লাগে... না !!!... একজন মানুষ আর একজন পশুর মাঝে পার্থক্য কি জানেন ?? মনুষ্যতবোধ ... একজন মানুষ আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ায় ... তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ... নির্লিপ্ত এই পৃথিবীতে ক্রমশ আমরা যান্ত্রিক হয়ে পড়ছি ... আবেগ অনুভুতি গুলোকে বন্ধি করছি শুধু নিজের জন্য ... নিজের পরিবারের জন্য ... ভাবছি আমরা অনেক এগিয়ে যাচ্ছি ... পৃথিবীর যা হয় হোক আমি আর আমার পরিবার তো ভালো আছি ... আসলেই কি তাই ??? ... সমাজ বদ্ধ এই পৃথিবীতে আসলেই কি এভাবে ভালো থাকা যাই ... পৃথিবীতে জন্মগ্রহন করলেই মানুষ হওয়া যায় না ... নিজেকে মানুষ হিসেবে ভাবতে শিখতে হয় ... নিজের ভেতরের মানুষটিকে জাগিয়ে তুলতে হয় ... কর্পোরেট এই পৃথিবীতে নিজেকে ট্যাগিং করার আগে একটু চিন্তা করুন আপনি কি করতে যাচ্ছেন!!! নিজেকে আ.লীগ / বিএনপি/ ছাগু / ভাদা হিসেবে ট্যাগিং করার আগে আসুন নিজেকে আর একটি বারের মত মানুষ ভাবে ... একজন বাংলাদেশি ভাবি ... খুব কষ্ট নিয়ে আজকের লেখাটি লেখছি .. আমার এ দরিদ্র দেশ আমাকে অনেক দিয়েছে ... কিন্তু আমি কি দিতে পেরেছি আমার দেশকে ... সমাজকে ...??? যদিও বা নিজের তাড়িত আবেগ হতে কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেই ... সমাজের মানুষেরা আমাকে টেনে ধরে ... টেনে হিচরে আমাকে ফেলতে চাই ঐ নর্দমার নালাই ... বলি আমার অপরাধ!!! তুই কেন একজন মানুষকে সাহায্য করতে যাবি ??? তুই জানিস না পৃথিবীতে তুই তোর আবেগ ভালোবাসা শুধুমাত্র তোর পরিবার ছাড়া আর কোথাও দেখাতে পারবি না ... তুই জানিস না এখন মানুষের জীবনের মূল লক্ষ্য হচ্ছে স্বার্থপরতা...!!! আমি অবাক হইনা ... স্তব্ধ হয়... ঘৃণিত সমাজে নিজেকে একজন প্রতিনিধি হিসেবে দাড় করাতে ঘৃনা বোধ করি ... আমি বলি আমি অসহায় মানুষের পাশে দাড়াবো ... অর্থ দিয়ে না হলেও শারিরিক ভাবে ... মানসিক ভাবে তার পাশে দাড়াবো ... তার জন্য যদি আমাকে সমাজচ্যুত হতে হই ... হব ... একটা ব্যাপার আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই ... তা হল... যে মানুষ টির জন্য (কলমদাদি ) আজ আমরা এখানে... যার জন্য আজ আমরা উৎকন্ঠিত... আমরা মনে করছি তার জীবনের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেওয়া দরকার ...কোন রাজনৈতিক মতাদর্শ থেকে নয় ...শুধুমাত্র মনুষ্যত বোধ থেকে ... একজন মানুষ হিসেবে আর একজন অসহায় মানুষের পাশে দাড়ানোর অভিপ্রায় থেকে ... উদ্দোগটি নিয়েছি আমরা কজন ( আমি, অসামাজিক,তাপস ভাই (হুলো বেড়াল) সহ আরো কয়েকজন) কিন্তু তা সফল করার দায়িত্ব কিন্তু আমাদের আপনাদের সবার ... কিছু ব্যাপারে আপনাদের না জানিয়ে পারছি না ... ... ১. কলমদাদি'র ফান্ডিং এর কোন টাকা সরাসরি আমাদের কারো হাতে আসবে না... সরাসরি দাদি'র হাতে যাবে... উনার জন্য একটি নতুন একাউন্ট খোলা হবে খুব শীঘ্রই ... আপনি চাইলে ঐ একাউন্টে টাকা পাঠাতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি দাদির সাথে দেখা করে তাকে সাহায্য করতে পারেন ... তবে অনুরোধ আপনার সাহায্যটি যেন করুনা না হয় ... আপনার সাহায্যটি যেন আপনার মস্তিষ্ক প্রসুত সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা হতে আসে... ২. আমি বা আমরা কখনই আপনাকে বলবো না ...Plz trust me... আসাকরি বলবার প্রয়োজন ও বোধ করি না ... আমরাদের এই উদ্দোগ শুধুমাত্র আমাদের মধ্যে ঘুমিয়ে থাকা কর্পোরেট কালচারে অভ্যস্ত মানুষটিকে জাগিয়ে তোলার একটি প্রচেষ্টা মাত্র ... ৩. এই মুহুর্তে দাদির জন্য নিদিষ্ট কিছু এজেন্ডা নিয়ে এগুচ্ছি আমরা.. ✔ প্রথমে আমারা প্রাধন্য দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার যত কাছাকাছি সম্ভব তার জন্য একটা বাসার ব্যবস্থা করা, ✔ তারপর আমরা তার চিকিৎসাগত কিছু পদক্ষেপ নি্যে চাই,এই মুহূর্তে তার একটি থরো চেকআপ করানো দরকার,সেটিও আছে আমাদের মাথায়..এবং যার জন্য দরকার একটি ইমার্জেন্সি ফান্ডিং..যেটি ইতিমধ্যে আমরা মোটামুটি শুরুও করে দিয়েছি...আমরা মূলত দাদিকে প্রাইভেট কোন মেডিকেলের ভালো কার্ডিয়াক স্পেশালিস্ট দ্বারা চেক-আপ করাতে চাচ্ছি... ✔ এর আমরা যথাসম্ভব দ্রুত দাদির নিজ নামে একটা ব্যাঙ্ক একাউন্ট খুলবার চেষ্টা করছি,যেটিতে দেশ এবং দেশের বাহির হতেও যে কেউ সরাসরি সাহায্য পাঠাতে পারবেন...কিন্তু সেই একাউন্টটি খুলবার জন্য যে ন্যাশনাল এইডি কার্ডটির প্রয়োজন হয় সেটি এই মুহুর্তে দাদি না থাকায় এ প্রক্রিয়াটি কিন্চিৎ বিলম্বিত হতে পারে...এ ক্ষেত্রে বিস্তারিত জানতে এখানে যোগাযোগ করতে পারেন(তাপস-01753354848) এবার আসি ইমার্জেন্সি ফান্ডিং এর প্রসঙ্গেঃ ✔ মুলত দাদি'র জন্য আমরা দু ধরনের ফান্ডিং এর কথা ভেবেছি -- ১. সল্পমেয়াদি ২. দীর্ঘমেয়াদি এই মুহুর্তে দাদি খুব অসুস্থ ... আপনারা জানেন উনি গতকাল পর্যন্ত জাতীয় হৃদ্রোগ ইন্সটিটিউটে ভর্তি ছিলেন ... এবং উনার শারিরিক অবস্থা খুব একটা ভাল নয় ...অর্থাৎ আমাদের হাতে সময় খুব কম... সুতরাং ইমার্জেন্সি ভিত্তিতে উনার শারিরিক অবস্থা জানার জন্য চেক আপ ও চিকিৎসা চালিয়ে নেবার জন্য সল্পমেয়াদি বা ইমার্জেন্সি ফান্ডের কথা বলা হয়েছে ... ২৬ মার্চ আমরা যারা টি.এস.সি তে এসেছিলাম ( সর্বমোট ২৮ জন ) তাদের সবার সাথে কথা হয়েছিল আমরা সবাই কমপক্ষে ৫০০ টাকা করে দেব... যদিও এখন পর্যন্ত তেমন কেউই এগিয়ে আসেন নি ( এমিল ভাই , ব্লগার গোধুলি রঙ , ব্লগার ক্ষ্যাপা বালক , ব্লগার মুখপোড়া , জান্নাতুল ফেরদৌস ছাড়া তেমন কেউ এদিয়ে আসেনি , আরো দু একজনের নাম আছে মনে করতে পারছি না ... অনিচ্ছাকৃত ভাবে বাদ পড়ে গেলে দুঃখিত) ... যে টাকা দিয়ে আমরা এখন উনার ( মুল ফান্ড উঠার আগে ) চিকিৎসা করাতে পারবো ... আর দীর্ঘমেয়াদি ফান্ডটি হবে দাদি'র নিজের একাউন্টে ... যেখানে জমাকৃত টাকা দিয়ে উনার জন্য এমন কিছু করে দেওয়া হবে ( যেমন হতে পারে -- ফিক্স ডিপোজিট বা স্টেশানারি শপ ) যা থেকে প্রাপ্ত উপার্জিত টাকা দিয়ে উনার শেষ দিন গুলো একটু সাচ্ছন্দে আনন্দে কাটাতে পারেন ... ইমার্জেন্সি ফান্ডিং এর জন্য আমরা কিছু পোস্টার ছাপিয়েছি ( ১০০০ কপি ) সম্পুর্ন নেজেদের উদ্দোগে ... অনেক ক্যাম্পাস হতে সাড়া পাচ্ছি ... সেগুলোতে দেবার জন্য... ফান্ডিং এর সচ্ছতাঃ একদম প্রথম থেকেই ফান্ডিং এর সচ্ছতার ব্যাপারে খুবই সচেতন ... আমরা বাংলাদেশি ... আমাদের স্বভাবই হল টাকা মেরে খাওয়া ... আমাকে বা আমাদের কে বিশ্বাস করতে বলছি না তবে আমরা আশা করছি ... আমরা এমন একটি সিস্টেম দাড়া করাবো ... যেখানে টাকা দাদি ব্যাতীত অন্য কারো হাতে যাওয়ার কোন সুযোগ থাকবে না ... দলীয় বা ব্যক্তিগত মতাদর্শের বাহিরে হতেও শুধুমাত্র রকজন মানুষ হিসেবে একজন মানুষ্কে যে সাহায্য করা যেতে পারে তা আমরা দেখিয়ে দিতে চাই ... কলমদাদিঃ অতন্ত প্রানোজ্জল একজন মানুষ ... প্রায় ৮০ বছর বয়সেও একজন প্রনবন্ত মানুষ ... যদি উনার সাথে কারো দেখা করার সৌভাগ্য হয় তবে তাকে জিজ্ঞেস করবেন ... দাদি বেড়াল কে চেনেন ... অসামাজিক কে চেনেন ... দেখেন উনি কি বলে ... এই ব্যাপারটার মাধম্যে অসাধারন কিছু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি ... যারা নিঃস্বার্থ ভাবে নিজের ক্ষতি করে হলেও একজন অসহায় মানুষ্কে সাহায্যে পিছপা হয়না ... ভবিষ্যত পরিকল্পনাঃ যদি সত্যিকার অর্থেই কলমদাদিকে সাহায্য করতে পারি ( আশা করছি পারবো ) তবে এই গ্রুপ টি থাকবে অসহায় মানুষের জন্য ... যেকোন অসহায় মানুষ্কে আমরা সাহায্য করবো ... সেটা যেভাবেই হক ... আর্থিক ...শারিরিক বা মানসিক ... অনুরোধঃ সকলের প্রতি অনুরোধ ... নিজের মনুষ্যত বোধ থেকে এগিয়ে আসুন ... পারলে সাহায্য করুন না পরলে নিরব সমর্থন দিন ... কিন্তু অযথা একজন অসহায় মানুষকে নিয়ে রাজনীতি করবেন না ... যে মানুষগুলো ঐ অসহায় মানুষটি কে সাহায্যের জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাকে মেরে ফেলার হুমকি দেবেন না ... সবাই ভালো থাকবেন ... ধন্যবাদ
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।